১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২ লক্ষ আফগান শিক্ষকের বেতন দেবে ইউনিসেফ !

ইমামা খাতুন
  • আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 9

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : রাষ্টসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আফগানিস্তানের প্রায় ২ লক্ষ সরকারি স্কুল শিক্ষককে প্রতি মাসে ১০০ ডলার করে বেতন দেবে । আফগানিস্তানের শিক্ষামন্ত্রক জানিয়েছে এরই মধ্যে ৪০ হাজারেরও বেশি স্কুল শিক্ষক রাষ্টসংঘের দেওয়া দুই মাসের বেতন পেয়েছেন এবং বাকি শিক্ষকরা আগামী দুই সপ্তাহের মধ্যে বেতন পাবেন । ইউনিসেফের পরিকল্পনাটি আপাতত দুই মাসের হলেও এর মেয়াদ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে । শিক্ষামন্ত্রকের মুখপাত্র আজিজ আহমেদ রিয়ান বলেন বেতন হিসেবে ইউনিসেফ শিক্ষকদের ১০০ ডলার করে দিচ্ছে । তবে যে সকল শিক্ষকের বেতন ১০০ ডলারের বেশি তাদের বাকি অংশটুকু মন্ত্রক থেকে প্রদান করা হবে । আফগানিস্তানে আগে থেকেই শিক্ষকদের বেতন খুবই কম । ২৮ বছর ধরে শিক্ষক হিসেবে কর্মরত ৪৮ বছর বয়সী হামিরা জানান তিনি অসুস্থ কিন্তু আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারছেন না । তিনি বলেন ’আমার অনেক সমস্যা । আয় থেকে আমি ঘরের ভাড়া ও সংসারের খরচ মেটাতাম । কিন্তু এখন আয় বন্ধ হয়ে গেছে । এখন আমার আত্মীয়ের ঘরে থাকি । গত আগস্টে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অনেক সরকারি কর্মীর বেতন আটকে যায় । কারণ দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের ৭০০ কোটি ডলারেরও বেশি সম্পদ পশ্চিমা দেশগুলো আটকে দেয় । ফলে খুব দ্রুত অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয় দেশটি । বিপাকে পড়ে সাধারণ মানুষ । এ অবস্থায় মানবিক বিপর্যয় এড়াতে রাষ্টসংঘের সংস্থাগুলো আফগান সরকারি কর্মীদের বেতন পরিশোধ করতে চেয়েছে । কারিমা নামের একজন শিক্ষক বলেন – আমি ইউনিসেফের মাধ্যমে শিক্ষকদের ১০০ ডলার করে দেওয়ার কথা শুনেছি । এই উদ্যোগকে স্বাগত জানাই ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২ লক্ষ আফগান শিক্ষকের বেতন দেবে ইউনিসেফ !

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : রাষ্টসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আফগানিস্তানের প্রায় ২ লক্ষ সরকারি স্কুল শিক্ষককে প্রতি মাসে ১০০ ডলার করে বেতন দেবে । আফগানিস্তানের শিক্ষামন্ত্রক জানিয়েছে এরই মধ্যে ৪০ হাজারেরও বেশি স্কুল শিক্ষক রাষ্টসংঘের দেওয়া দুই মাসের বেতন পেয়েছেন এবং বাকি শিক্ষকরা আগামী দুই সপ্তাহের মধ্যে বেতন পাবেন । ইউনিসেফের পরিকল্পনাটি আপাতত দুই মাসের হলেও এর মেয়াদ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে । শিক্ষামন্ত্রকের মুখপাত্র আজিজ আহমেদ রিয়ান বলেন বেতন হিসেবে ইউনিসেফ শিক্ষকদের ১০০ ডলার করে দিচ্ছে । তবে যে সকল শিক্ষকের বেতন ১০০ ডলারের বেশি তাদের বাকি অংশটুকু মন্ত্রক থেকে প্রদান করা হবে । আফগানিস্তানে আগে থেকেই শিক্ষকদের বেতন খুবই কম । ২৮ বছর ধরে শিক্ষক হিসেবে কর্মরত ৪৮ বছর বয়সী হামিরা জানান তিনি অসুস্থ কিন্তু আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারছেন না । তিনি বলেন ’আমার অনেক সমস্যা । আয় থেকে আমি ঘরের ভাড়া ও সংসারের খরচ মেটাতাম । কিন্তু এখন আয় বন্ধ হয়ে গেছে । এখন আমার আত্মীয়ের ঘরে থাকি । গত আগস্টে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অনেক সরকারি কর্মীর বেতন আটকে যায় । কারণ দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের ৭০০ কোটি ডলারেরও বেশি সম্পদ পশ্চিমা দেশগুলো আটকে দেয় । ফলে খুব দ্রুত অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয় দেশটি । বিপাকে পড়ে সাধারণ মানুষ । এ অবস্থায় মানবিক বিপর্যয় এড়াতে রাষ্টসংঘের সংস্থাগুলো আফগান সরকারি কর্মীদের বেতন পরিশোধ করতে চেয়েছে । কারিমা নামের একজন শিক্ষক বলেন – আমি ইউনিসেফের মাধ্যমে শিক্ষকদের ১০০ ডলার করে দেওয়ার কথা শুনেছি । এই উদ্যোগকে স্বাগত জানাই ।