হেভিওয়েট নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে সম্পন্ন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কন্যার বিবাহ, সকলের মধ্যমণি থাকলেন যোগী আদিত্যনাথ

- আপডেট : ৯ জুন ২০২৩, শুক্রবার
- / 3
পুবের কলম,ওয়েবডেস্ক: এলাহি আয়োজনে সম্পন্ন সাতপাকে বাঁধা পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কন্যা। কৃষিমন্ত্রীর কন্যার বিয়ের অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবারই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কন্যা নিবেদিতার বিয়ের আসর বসেছিল গোয়ালিয়রে। বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী পীযূষ গয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমী, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজকুমারী প্রমুখরা। ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, মন্ত্রী প্রভুরাম চৌধুরী, গোয়ালিয়রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তুলসীরাম সিলাভাত, জ্বালানি মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর, মন্ত্রী ওমপ্রকাশ সাখলেচা, প্রাক্তন মন্ত্রী মায়া সিং, ইমরাতি দেবী, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা।
রাজপুত নীতি সিহোরের নীরজ সিং ভাটির সঙ্গে বিবাহ সম্পন্ন হল তোমর কন্যা নিবেদিতার।
নীরজ সিং ভাটি মধ্যপ্রদেশের ধনকোট এলাকার সবচেয়ে বড় জমিদার পরিবারের সন্তান। তাঁর বাবা অনুপ সিং ভাটি ছিলেন কংগ্রেস নেতা। ইংল্যান্ডে পড়াশোনা করেছেন নীরজ। পেশায় তিনি এক জন ইকো-ট্যুরিজমের ডিরেক্টর। রাজনীতিতে যথেষ্ট সক্রিয় নীরজ। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বেশ ঘনিষ্ঠ নীরজ। দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় ১ লক্ষেরও বেশি মানুষের খানাপিনার আয়োজন রাখা হয়েছিল। আগ্রা, গোয়ালিয়র, দিল্লি এবং দক্ষিণ ভারত থেকে শেফ আনিয়ে সুস্বাদু খাবার বানানো হয়েছিল।