পুবের কলম, ওয়েব ডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটের এক ঝলক
1) বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়।
2) ৩৬টি ক্যান্সার চিকিৎসার ওষুধ সস্তা হবে।
3) জিঙ্কের মতো ১২ খনিজকে ছাড় দেওয়া হবে।
4) রাজ্য খনির সূচক তৈরি করা হবে।
5) টেক্সটাইল সেক্টরে ছাড় দেওয়া হবে।