২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘সৃজনশীল স্বাধীনতার নামে অপসংস্কৃতিতে প্রশ্রয় নয়’, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কড়াবার্তা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক: : ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এবার কড়াবার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর। মন্ত্রী বলেন, সৃজনশীল স্বাধীনতার নামে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ভারতীয় সমাজ ও সংস্কৃতিকে ক্ষুন্ন করার প্রশ্রয় দেওয়া যাবে না। স্পষ্টভাষায় মন্ত্রী ওটিটি প্ল্যাটফর্মগুলিকে অপপ্রচার ও মতাদর্শ পক্ষপাতের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কেন্দ্র সরকার ওটিটির মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে অপমান বা হেয় প্রতিপন্ন করার অনুমতি দেবে না।

অনুরাগ এদিনের বৈঠকে বিশেষ করে বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বর্তমানে একটি গেম-চেঞ্জার হিসেবে দেখা যাচ্ছে। প্রতিভাবান নির্মাতাদের সুযোগ করে দিয়ে বিশ্বব্যাপী তাদের কাজ প্রদর্শনের পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে। অনুরাগ কড়াবার্তার মধ্য দিয়ে ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সেইগুলি স্পষ্ট করে দেন। বিষয়বস্তু নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন মন্ত্রী।

অনুরাগ বলেন, ‘ভারত একটি বৈচিত্র্যময়, সৃজনশীল দেশ। ওটিটি অবশ্যই দেশের সম্মিলিত বিবেকের প্রতিফলন ঘটাবে এবং সব বয়সের মানুষের জন্য একটি সুস্থ বিনোদন উপহার দেবে। প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই এমন হতে যা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সংবেদনশীলতার পরিচয় দেবে। কারণ সৃজনশীলতাই ভারতের অর্থনীতিকে বিকশিত করবে।
অনুরাগ তার বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দেন, ওটিটিগুলি এমন বিষয়বস্তুর উপর সিনেমা সিরিজ নিয়ে আসুক যা দেশীয় দর্শকদের সাংস্কৃতিক সংবেদনশীলতার সঙ্গে খাপ খায়, এবং ভারতের আঞ্চলিক বিষয়বস্তুকে তুলে ধরে।

ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের আয়ত্ত্বের মধ্যে থাকা দায়িত্বগুলি তারা অবশ্যই পূরণ করবে। জাতির সম্মিলিত বিবেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু তৈরির আশ্বাসও দিয়েছেন তারা।

অনুরাগ ঠাকুর ট্যুইট করে জানান, ‘শ্রোতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে শিল্পের মধ্যে দিয়ে উদ্ভাবন শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওটিটি প্ল্যাটফর্মগুলি ভারতে আরও দায়িত্বশীল বিনোদন দিতে প্রতিশ্রুতিবদ্ধ’।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সৃজনশীল স্বাধীনতার নামে অপসংস্কৃতিতে প্রশ্রয় নয়’, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে কড়াবার্তা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এবার কড়াবার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর। মন্ত্রী বলেন, সৃজনশীল স্বাধীনতার নামে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ভারতীয় সমাজ ও সংস্কৃতিকে ক্ষুন্ন করার প্রশ্রয় দেওয়া যাবে না। স্পষ্টভাষায় মন্ত্রী ওটিটি প্ল্যাটফর্মগুলিকে অপপ্রচার ও মতাদর্শ পক্ষপাতের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কেন্দ্র সরকার ওটিটির মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে অপমান বা হেয় প্রতিপন্ন করার অনুমতি দেবে না।

অনুরাগ এদিনের বৈঠকে বিশেষ করে বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বর্তমানে একটি গেম-চেঞ্জার হিসেবে দেখা যাচ্ছে। প্রতিভাবান নির্মাতাদের সুযোগ করে দিয়ে বিশ্বব্যাপী তাদের কাজ প্রদর্শনের পথ প্রশস্ত করে দেওয়া হয়েছে। অনুরাগ কড়াবার্তার মধ্য দিয়ে ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সেইগুলি স্পষ্ট করে দেন। বিষয়বস্তু নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন মন্ত্রী।

অনুরাগ বলেন, ‘ভারত একটি বৈচিত্র্যময়, সৃজনশীল দেশ। ওটিটি অবশ্যই দেশের সম্মিলিত বিবেকের প্রতিফলন ঘটাবে এবং সব বয়সের মানুষের জন্য একটি সুস্থ বিনোদন উপহার দেবে। প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই এমন হতে যা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সংবেদনশীলতার পরিচয় দেবে। কারণ সৃজনশীলতাই ভারতের অর্থনীতিকে বিকশিত করবে।
অনুরাগ তার বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দেন, ওটিটিগুলি এমন বিষয়বস্তুর উপর সিনেমা সিরিজ নিয়ে আসুক যা দেশীয় দর্শকদের সাংস্কৃতিক সংবেদনশীলতার সঙ্গে খাপ খায়, এবং ভারতের আঞ্চলিক বিষয়বস্তুকে তুলে ধরে।

ওটিটি প্ল্যাটফর্মের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের আয়ত্ত্বের মধ্যে থাকা দায়িত্বগুলি তারা অবশ্যই পূরণ করবে। জাতির সম্মিলিত বিবেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু তৈরির আশ্বাসও দিয়েছেন তারা।

অনুরাগ ঠাকুর ট্যুইট করে জানান, ‘শ্রোতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে শিল্পের মধ্যে দিয়ে উদ্ভাবন শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওটিটি প্ল্যাটফর্মগুলি ভারতে আরও দায়িত্বশীল বিনোদন দিতে প্রতিশ্রুতিবদ্ধ’।