১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সংযুক্ত আরব – আমিরাতের কোথাও উপলদ্ধ নয়, গাম্বিয়ার শিশু ঘাতক কাফ সিরাপ, বিবৃতি দিল আবুধাবির স্বাস্থ্যমন্ত্রক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
  • / 17

 

 

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

 

আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতে ফাঁসি হল ভারতীয় নাগরিক শাহজাদী খানের

পুবের কলম ওয়েবডেস্ক:  হরিয়ানার  মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের  উৎপাদিত (এমপিএল)চারটি কাশির সিরাপ সংযুক্ত আরব – আমিরাতের কোথাও উপলদ্ধ নয়। শনিবার এই মর্মে বিবৃতি দিয়েছে আবুধাবির স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: রমযানের আগেই ১০ হাজার পণ্যের দাম কমাল আমিরাত

এই চারটি কাফ সিরাপ হল প্রোমেথাজিন ওরাল  সলিউশন বিপি, কোফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাপ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড।

 

হরিয়ানার সোনেপতের মেডেনফার্মার কারখানায় যেখানে কাফসিরাপগুলি নির্মিত হয়েছিল সেখানে অভিযান চালিয়ে নজরে আসে বেশকিছু অনিয়ম। হু জাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে  ৬৬টি শিশুর মৃত্যুর ঘটনায় ব্যপক উদ্বেগ প্রকাশ করে।গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও তদন্ত শুরু করে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে হরিয়ানার সোনেপতের মেডেনফার্মার কারখানাটি।

 

চারটি  কাফসিরাপের প্রতিটি ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা গিয়েছে তাতে রয়েছে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল। তবে বিশ্বস্বাস্থ্যসংস্থা  এমনটাও আশংকা প্রকাশ করেছে যে গাম্বিয়া থেকে এই কাফ সিরাপগুলি অন্যকোন দেশে ছড়িয়ে পড়েনিতো। তাই সতর্ক থাকার পরামর্শও দিয়েছ হু।

হু আরও জানিয়েছে এই চারধরণের কাফ সিরাপে যে পরিমান নিষিদ্ধ উপাদান ছিল তা মৃত শিশুদের কিডনিতেও আঘাত করেছে। যা ওই শিশুদের মৃত্যুকে আরও তরান্বিত করেছে।

গত শনিবার ৮ অক্টোবর হু এর মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেইসাস, ট্যুইটারে লেখেন গাম্বিয়ার জনগণ  এবং সরকার সন্তান হারানো পরিবারগুলির পাশে যথাসম্ভব থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে  সবাই মিলেই এই দুঃসহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য জানিয়েছে শুধুমাত্র কাশির সিরাপ গাম্বিয়াতে রপ্তানির জন্য অনুমোদিত ছিল, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে ওষুধগুলি খোলা বাজারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে  আবুধাবির স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দেশের কোথাও এই চারটি কাফ সিরাপের কোন রকম অস্বিত্বই নেই।

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংযুক্ত আরব – আমিরাতের কোথাও উপলদ্ধ নয়, গাম্বিয়ার শিশু ঘাতক কাফ সিরাপ, বিবৃতি দিল আবুধাবির স্বাস্থ্যমন্ত্রক

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

 

আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরাতে ফাঁসি হল ভারতীয় নাগরিক শাহজাদী খানের

পুবের কলম ওয়েবডেস্ক:  হরিয়ানার  মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের  উৎপাদিত (এমপিএল)চারটি কাশির সিরাপ সংযুক্ত আরব – আমিরাতের কোথাও উপলদ্ধ নয়। শনিবার এই মর্মে বিবৃতি দিয়েছে আবুধাবির স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: রমযানের আগেই ১০ হাজার পণ্যের দাম কমাল আমিরাত

এই চারটি কাফ সিরাপ হল প্রোমেথাজিন ওরাল  সলিউশন বিপি, কোফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাপ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড।

 

হরিয়ানার সোনেপতের মেডেনফার্মার কারখানায় যেখানে কাফসিরাপগুলি নির্মিত হয়েছিল সেখানে অভিযান চালিয়ে নজরে আসে বেশকিছু অনিয়ম। হু জাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে  ৬৬টি শিশুর মৃত্যুর ঘটনায় ব্যপক উদ্বেগ প্রকাশ করে।গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও তদন্ত শুরু করে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে হরিয়ানার সোনেপতের মেডেনফার্মার কারখানাটি।

 

চারটি  কাফসিরাপের প্রতিটি ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা গিয়েছে তাতে রয়েছে ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল। তবে বিশ্বস্বাস্থ্যসংস্থা  এমনটাও আশংকা প্রকাশ করেছে যে গাম্বিয়া থেকে এই কাফ সিরাপগুলি অন্যকোন দেশে ছড়িয়ে পড়েনিতো। তাই সতর্ক থাকার পরামর্শও দিয়েছ হু।

হু আরও জানিয়েছে এই চারধরণের কাফ সিরাপে যে পরিমান নিষিদ্ধ উপাদান ছিল তা মৃত শিশুদের কিডনিতেও আঘাত করেছে। যা ওই শিশুদের মৃত্যুকে আরও তরান্বিত করেছে।

গত শনিবার ৮ অক্টোবর হু এর মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেইসাস, ট্যুইটারে লেখেন গাম্বিয়ার জনগণ  এবং সরকার সন্তান হারানো পরিবারগুলির পাশে যথাসম্ভব থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে  সবাই মিলেই এই দুঃসহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য জানিয়েছে শুধুমাত্র কাশির সিরাপ গাম্বিয়াতে রপ্তানির জন্য অনুমোদিত ছিল, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে ওষুধগুলি খোলা বাজারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে  আবুধাবির স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দেশের কোথাও এই চারটি কাফ সিরাপের কোন রকম অস্বিত্বই নেই।