১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশে চন্দ্রযান ‘রশিদ’ পাঠাল আরব আমিরশাহী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক: চাঁদের উদ্দেশে যাত্রা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরশাহীর চন্দ্রযান ‘রশিদ’। এ যাত্রার মাধ্যমে দেশটির দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ঐতিহাসিক সূচনা হল। রশিদের যাত্রা শুরুর সময় দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ এবং ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ ইউএই-র মহাকাশ সংস্থার কন্ট্রোল রুমে ছিলেন।

ফ্লোরিডায় মার্কিন স্পেস ফোর্স পরিচালিত লঞ্চ সাইট কমপ্লেক্সের একটি প্যাড থেকে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে রশিদ রোভার।

ইসপেসের ল্যান্ডারটি রকেট থেকে লিফট-অফের প্রায় ৩৫ মিনিট পরে আলাদা হয়। পরে চাঁদে তার একক যাত্রা শুরু করে। আরব আমিরশাহীর মহাকাশ কেন্দ্র সংস্থা মুহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের মহাপরিচালক সালেম আল মারি ঐতিহাসিক

এ ক্ষণ নিয়ে বলেন, ‘কঠিন একটি যাত্রা শুরু হল। চাঁদে যাওয়ার পথটাও কঠিন। তবে স্পেসএক্স’র ওপর আমাদের আস্থা আছে। আশা করি সব কিছুই ঠিকঠাক হবে।’

দুবাইয়ের শাসক শেখ রশিদ ট্যুইটে লিখেছেন, ‘চাঁদে পৌঁছানো একটি দেশ ও জাতির জন্য মাইলফলক। রশিদ রোভার আমাদের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির অংশ।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহাকাশে চন্দ্রযান ‘রশিদ’ পাঠাল আরব আমিরশাহী

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: চাঁদের উদ্দেশে যাত্রা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরশাহীর চন্দ্রযান ‘রশিদ’। এ যাত্রার মাধ্যমে দেশটির দীর্ঘমেয়াদী চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ঐতিহাসিক সূচনা হল। রশিদের যাত্রা শুরুর সময় দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ এবং ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ ইউএই-র মহাকাশ সংস্থার কন্ট্রোল রুমে ছিলেন।

ফ্লোরিডায় মার্কিন স্পেস ফোর্স পরিচালিত লঞ্চ সাইট কমপ্লেক্সের একটি প্যাড থেকে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে রশিদ রোভার।

ইসপেসের ল্যান্ডারটি রকেট থেকে লিফট-অফের প্রায় ৩৫ মিনিট পরে আলাদা হয়। পরে চাঁদে তার একক যাত্রা শুরু করে। আরব আমিরশাহীর মহাকাশ কেন্দ্র সংস্থা মুহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের মহাপরিচালক সালেম আল মারি ঐতিহাসিক

এ ক্ষণ নিয়ে বলেন, ‘কঠিন একটি যাত্রা শুরু হল। চাঁদে যাওয়ার পথটাও কঠিন। তবে স্পেসএক্স’র ওপর আমাদের আস্থা আছে। আশা করি সব কিছুই ঠিকঠাক হবে।’

দুবাইয়ের শাসক শেখ রশিদ ট্যুইটে লিখেছেন, ‘চাঁদে পৌঁছানো একটি দেশ ও জাতির জন্য মাইলফলক। রশিদ রোভার আমাদের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির অংশ।’