UP: মদ খেতে বাধা, স্ত্রীকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল স্বামী

- আপডেট : ৮ মার্চ ২০২৪, শুক্রবার
- / 2
পুবের কলম, ওয়েবডেস্ক: স্বামীকে মদ খেতে বাধা স্ত্রীর। রাগে স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামীর। নৃশংস ঘটনাটি উত্তরপ্রদেশের বুধায়ুনের। অভিযুক্ত স্বামী মুনেশ সাকসেনাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই মদ খেয়ে বাড়িতে ঢুকতেন মুনেশ সাকসেনা। বৃহস্পতিবার রাতে বাড়িতে ঢুকেই মদ নিয়ে বসে যান ঘরে। বাড়িতে বসে মদ খাওয়া মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী। তাঁকে মদ খেতে বাধা দেয় তাঁর স্ত্রী। এনিয়ে স্বামী-স্ত্রী বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। রাগে নিজের বাইক থেকে পেট্রল বের করে স্ত্রীয়ের গায়ে ছড়িয়ে দেয় মুনেশ। এরপরই আগুন লাগিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, নিজের মাকে চোখের সামনে পুড়তে দেখে দুই ছেলে-মেয়ে স্থানীয়দের ডেকে মা’কে বাঁচানোর আর্জি করেন। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। এদিকে বৌমাকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে আহত হন শাশুড়ি মুন্না দেবী। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। জেলা পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী জানিয়েছেন, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আহত শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।