উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : উস্তির বাগাড়িয়া বাজারে শুট আউটে খুনের ঘটনায় মূল অভিযুক্ত খোকন মন্ডল সহ মোট ৮ জনকে গ্রেফতার করার পাশাপাশি শুট আউটে ব্যবহৃত ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করলো এবার উস্তি থানার পুলিশ।বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে।তিনি এদিন বলেন, গত ৬ ফেব্রুয়ারীর রাতে উস্তির বাগাড়িয়া বাজারে শুট আউটে খুন হন বুদ্ধদেব হালদার। ঘটনার পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে তদন্তের জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২০ দিনের মধ্যে ঘটনার সাথে যুক্ত দের গ্রেফতার করলো পুলিশ।
পুলিশি তদন্তে খুনের কারন হিসাবে মাটি ব্যবসার ভাগাভাগি নিয়ে দ্বন্দের জেরে এই খুনের ঘটনা বলে জানানো হয়।আর এই ঘটনায় জড়িত দুষ্কৃতীরা গোপন ডেরায় থেকে স্বাভাবিক ফোন ব্যবহার করছিল না।পুলিশ নিজেদের ম্যানুয়াল সূত্র ধরে দুষ্কৃতীদেরকে গ্রেফতার করে।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।