বিস্ফোরক বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ।
উত্তরবঙ্গ BJP: দূরবিন দিয়েও খোঁজ পাওয়া যাচ্ছে না

- আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার
- / 36
পুবের কলম, ওয়েবডেস্ক: দূরবিন দিয়ে খোঁজ করেও দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের বিজেপি (BJP) নেতৃত্ব নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ। এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ জানান, উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক অবস্থা ভেঙে পড়েছে। সংগঠনের অবস্থা খুবই খারাপ। দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না দলটাকে। সংশ্লিষ্ট বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হয়েছে। উনি শীঘ্রই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। না হয় আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মাঠে মারা পড়বে বিজেপি। এছাড়া উত্তরবঙ্গ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে দেরি করলে তার পরিণামও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন অনন্ত মহারাজ। উত্তরবঙ্গে বিজেপির সাফল্যের অন্যতম অস্ত্র অনন্ত মহারাজ। আর তার এহেন মন্তব্যের পরে কার্যত চরম বিপাকে দলীয় নেতৃত্ব। তবে শুধু বিজেপি (BJP) নয়, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নাম ‘ব্যবহার’ ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত মহারাজ।
আরও পড়ুন: মুর্শিদাবাদ: শান্তি ফেরাতে সর্বদলীয় কমিটির গঠনের দাবি কংগ্রেসের
উত্তরবঙ্গে বিজেপির সাফল্যের অন্যতম ‘চাবিকাঠি’ অনন্ত মহারাজের এই মন্তব্যের ফলে কার্যত চরম বিপাকে দলীয় নেতৃত্ব। তবে শুধু বিজেপি (BJP) নয়, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নাম ‘ব্যবহার’ ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত মহারাজ। একই নামে বংশীবদন বর্মন-সহ কয়েকজন গ্রেটার নেতা সংগঠন চালাচ্ছেন বলে তাঁর অভিযোগ। তাঁদের হুঁশিয়ারি দিয়ে এবার অনন্ত মহারাজ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।উত্তরবঙ্গে বিজেপির (BJP) অবস্থান প্রসঙ্গে অনন্ত মহারাজ বলেন, বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করে, তিনি গুরুত্বহীন। তাই তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি রাজ্যসভা সাংসদ অথচ কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হচ্ছে না। উত্তরবঙ্গে বিজেপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। তাঁর হুঁশিয়ারি, এই পরিস্থিতি থাকলে আগামী বিধানসভা নির্বাচনে ফল ভুগতে হবে দলকে।