২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনয়ন জমা দিলেন জগদীপ ধনকর। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। জগদীপ ধনকরের মনোনয়ন জমার দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকা অবশ্যই তাৎপর্যপূর্ণ।

রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকর। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার পরেই অস্থায়ী গভর্ণর হিসাবে মণিপুরের  রাজ্যপাল   গণেশনের নাম ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। আপাতত বাংলার পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হবে তাকে।

উল্লেখ্য,  শনিবার উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিজেপির তরফে নাম ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের নাম। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর নাম ঘোষণা করেন। তার পরেই রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকর। সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন তিনি।

এদিকে বিরোধী দলের উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভার নাম ঘোষনা করা হয়েছে। আগামী ৬ আগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। সেই দিনই গণনা হবে। তার পরে জানা যাবে উপ রাষ্ট্রপতির নাম। জগদীপ ধনকরের সঙ্গে মার্গারেট আলভার জোর টক্কর হবে বলেই রাজনৈতিক সূত্রে খবর।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর

আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনয়ন জমা দিলেন জগদীপ ধনকর। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। জগদীপ ধনকরের মনোনয়ন জমার দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকা অবশ্যই তাৎপর্যপূর্ণ।

রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকর। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার পরেই অস্থায়ী গভর্ণর হিসাবে মণিপুরের  রাজ্যপাল   গণেশনের নাম ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। আপাতত বাংলার পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হবে তাকে।

উল্লেখ্য,  শনিবার উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিজেপির তরফে নাম ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের নাম। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর নাম ঘোষণা করেন। তার পরেই রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকর। সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন তিনি।

এদিকে বিরোধী দলের উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভার নাম ঘোষনা করা হয়েছে। আগামী ৬ আগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। সেই দিনই গণনা হবে। তার পরে জানা যাবে উপ রাষ্ট্রপতির নাম। জগদীপ ধনকরের সঙ্গে মার্গারেট আলভার জোর টক্কর হবে বলেই রাজনৈতিক সূত্রে খবর।