১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট পরবর্তী হিংসা: এখনও বাড়ি ফিরতে পারেনি বহু মানুষ,  নিরাপত্তা দিতে বলল আদালত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার
  • / 18

পুবের কলম প্রতিবেদক: একুশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার অভিযোগ ওঠে। ভোট মিটেছে প্রায় ১০ মাস,  তারপরও বহু মানুষ হিংসার ভয়ে বাড়ি ফিরতে পারেনি। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। আদালতের নির্দেশ মেনেই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলায় সোমবার ঘরছাড়া ৩০৩ জনের নাম পেশ করেন মামলাকারী। এদের মধ্যে অনেকেই কাজে ফিরতে পারেননি বলেও অভিযোগ। তাদেরকে এবার নিরাপত্তা দিতে বলল কলকাতা হাইকোর্ট।

এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সব পক্ষের কথা শুনে নিরাপত্তা প্রদানের কথা বলে আদালত। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ এপ্রিল।

এ দিন আদালতে মামলাকারীদের আইনজীবী ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঘরছাড়া ৩০৩ জনের নাম ও সমস্ত তথ্য পেশ করেছেন। তিনি আরও জানিয়েছেন,  ওই ৩০৩ জনের মধ্যে ৪৭ জন এখনও কাজে যোগ দিতে পারেননি। অভিযোগ করা হয়েছে, এদের মধ্যে ৯২ জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আর ১৬৪ জনকে জোর করে উচ্ছেদ করা হয়েছে।

এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্য পুলিশের আইজি ও ডিজিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, স্থানীয় প্রশাসন বা পুলিশ যাতে তাঁদের হেনস্থা না করে,  সে দিকে নজর রাখতে হবে। ঘরে ফেরানোর জন্য পদক্ষেপ করারও কথা বলা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোট পরবর্তী হিংসা: এখনও বাড়ি ফিরতে পারেনি বহু মানুষ,  নিরাপত্তা দিতে বলল আদালত

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: একুশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার অভিযোগ ওঠে। ভোট মিটেছে প্রায় ১০ মাস,  তারপরও বহু মানুষ হিংসার ভয়ে বাড়ি ফিরতে পারেনি। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। আদালতের নির্দেশ মেনেই তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলায় সোমবার ঘরছাড়া ৩০৩ জনের নাম পেশ করেন মামলাকারী। এদের মধ্যে অনেকেই কাজে ফিরতে পারেননি বলেও অভিযোগ। তাদেরকে এবার নিরাপত্তা দিতে বলল কলকাতা হাইকোর্ট।

এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সব পক্ষের কথা শুনে নিরাপত্তা প্রদানের কথা বলে আদালত। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ এপ্রিল।

এ দিন আদালতে মামলাকারীদের আইনজীবী ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঘরছাড়া ৩০৩ জনের নাম ও সমস্ত তথ্য পেশ করেছেন। তিনি আরও জানিয়েছেন,  ওই ৩০৩ জনের মধ্যে ৪৭ জন এখনও কাজে যোগ দিতে পারেননি। অভিযোগ করা হয়েছে, এদের মধ্যে ৯২ জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আর ১৬৪ জনকে জোর করে উচ্ছেদ করা হয়েছে।

এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্য পুলিশের আইজি ও ডিজিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, স্থানীয় প্রশাসন বা পুলিশ যাতে তাঁদের হেনস্থা না করে,  সে দিকে নজর রাখতে হবে। ঘরে ফেরানোর জন্য পদক্ষেপ করারও কথা বলা হয়েছে।