ভাইরাল ভিডিয়ো: জোর করে গায়ে রং, উত্তরপ্রদেশে হেনস্থা মুসলিমদের

- আপডেট : ২৪ মার্চ ২০২৪, রবিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: যোগী রাজ্যে জোর করে গায়ে রং ঢেলে দিয়ে হেনস্থা মুসলিমদের। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদল যুবক জোর করে এক মুসলিম পরিবারের সদস্যদের গায়ে রং ঢেলে দিয়ে হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত ২০ মার্চ, বুধবার বিজনোর জেলার ধমপুর এলাকায়।
ভাইরাল ভিডিয়ো দেখা যাচ্ছে, রং খেলায় মেতে রয়েছে একদল যুবক। সেখান দিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন মুসলিম পরিবারের তিন সদস্য। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের মোটরবাইক সহ গায়ে জোর করে রং ঢেলে দেয় যুবকের দল। প্রতিবাদ করলে ফের তাদের মুখে চোখে জোর করে রং মাখিয়ে দেওয়া হয়। মাথার উপর থেকে ঢেলে দেওয়া হয় রং জল। পিছন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে অজ্ঞাত পরিচয় যুবকরা। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল।
#BijnorPolice
थाना धामपुर क्षेत्र से संबंधित सोशल मीडिया पर वायरल वीडियो के संबंध में स्थानीय पुलिस द्वारा की जा रही वैधानिक कार्यवाही के संबंध में पुलिस अधीक्षक, जनपद बिजनौर की बाइट ।
#UPPolice pic.twitter.com/TBPpgVTIvY— Bijnor Police (@bijnorpolice) March 24, 2024
এদিকে, ওই ঘটনায় অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করা হয়েছে। পুলিশ সুপার নিরজ জাদুয়া জানিয়েছেন, ‘ধামমপুরের সার্কেল অফিসার (CO) নির্যাতিত মুসলিম পরিবারের কাছে পৌঁছনোর জন্য নির্দেশ দেওয়া হয়। তাঁদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে তদন্ত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’