১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
নাবালিকা ধর্ষণে ভাইরাল ভিডিয়ো, আটক ২ নাবালক

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৯ জুলাই ২০২৩, শনিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: : মধ্যপ্রদেশে ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ভাইরাল ভিডিয়ো। অভিযুক্ত তিন নাবালক। ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিড়লা গ্রাম থানার অন্তর্গত লাসুদিয়া জয়সিং গ্রামের ঘটনা।
শনিবার বিড়লা গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক করণ সিং এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে একটি ১৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করে তিনজন নাবালক। ধর্ষণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তারা। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে দুজনকে আটক করা হয়েছে। অপর একজনের খোঁজ চলছে। পকসো আইনে মামলা নথিভুক্ত হয়েছে।