০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২০২৭ বিশ্বকাপে খেলবেন Virat Kohli

সুস্মিতা
  • আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 25

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন বিরাট (Virat Kohli)। এমনই একটি বড় ইঙ্গিত দিয়ে দিলেন কিং কোহলি। পাশাপাশি অষ্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশে খেলার কথাও শোনালেন তিনি। এক বিশেষ সাক্ষাৎকারে কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছিল আর ঠিক কতগুলি দিন তাঁকে ওয়ানডে ক্রিকেটে পাওয়া যাবে? উত্তরে বিরাট জানালেন, ‘২০২৭ বিশ্বকাপ জয়টাই আমার লক্ষ্য।’ উল্লেখ্য গতবার অষ্ট্রেলিয়া থেকে ফেরার পর বিরাট (Virat Kohli) ও রেহিতকে নিয়ে একটা কথা উঠেছিল, এবার হয়ত দুজনেরই অবসর নেওয়ার সময় হয়ে এসেছে। অষ্ট্রেলিয়ায় গিয়ে প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর বাকি টেস্টগুলিতে তাঁর খারাপ ফল সমালোচিত হয়েছিল একাধিকবার। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে বিরাট সবাইকে চুপ করিয়ে দিয়েছেন।পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাটে দুর্দান্ত জয় ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসামান্য সাফল্য দিয়েছে। তাই এই মুহূর্তে বিরাটের ওপর ওঠা সমস্ত সমালোচনা বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত

ফিটনেসের দিক থেকে দেখতে গেলে বিরাট কোহলি (Virat Kohli) এখনও যে পরিমাণ ফিট, তাতে ২০২৭ বিশ্বকাপ কেন, আরও কিছুদিন অনায়াসে সাদা বলের লম্বা ফরম্যাটে খেলে যেতে পারেন। পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও আরও কিছুদিন সামলাবেন তিনি। কোহলির এই হার না মানা মানসিকতাই যে তাঁকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে চাইছে এটা তাঁর প্রত্যয়ী মনোভাব থেকেই প্রকাশ পাচ্ছে।

আরও পড়ুন: সামনের সপ্তাহে অনুশীলনে মহামেডান, লক্ষ্য সুপার কাপ

শুধু তাই নয়, ২০২৭ বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে। দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ পিচই ফাস্ট পিচ। অষ্ট্রেলিয়ার অনেক মাঠের সঙ্গেই দক্ষিণ আফ্রিকার মাঠগুলির সাদৃশ্য রয়েছে। তাই এবার সেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিগ ব্যাশ লিগেও খেলার ইচ্ছে প্রকাশ করেছেন বিরাট। বিগ ব্যাশের দল সিডনি সিক্সার ইতিমধ্যেই তাঁদের দলের জন্য বিরাট কোহলিকে চেয়েছে। যদিও বিরাট (Virat Kohli) নিজে এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানাননি। তবে সূত্রের খবর, বিরাট সেখানে খেললেও খেলতে পারেন। আইপিএলের সঙ্গে বিগ ব্যাশের কোনও সংঘাত নেই। অর্থাৎ বিশ্বের দুটো সেরা টি-২০ ক্রিকেট লিগ দুটো আলাদা আলাদা সময়ে হয়। কাজেই আইপিএলে খেলার পর বিগ ব্যাশে খেলতে কোনও বাধাই নেই। আর বিরাট কোহলির মতো ক্রিকেটার বিগ ব্যাশ লিগে খেললে লিগের গুরুত্ব যে আরও খানিকটা বেড়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই। এই লিগের উদ্যোক্তারাও তাই বিরাটকে নিয়ে বেশ আশাবাদী। তবে বিগ ব্যাশে তিনি খেলুন না নাই খেলুন, ২০২৭ বিশ্বকাপ যে বিরাট খেলছেনই তা নিশ্চিত। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে নন ক্যপ্টেন প্লেয়ার হিসেবে বিরাটের ক্রিকেট কেরিয়ারে একটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-২০ বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আরও একটি ওয়ানডে বিশ্বকাপ জিততে চাইছেন কিং কোহলি (Virat Kohli)।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৭ বিশ্বকাপে খেলবেন Virat Kohli

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন বিরাট (Virat Kohli)। এমনই একটি বড় ইঙ্গিত দিয়ে দিলেন কিং কোহলি। পাশাপাশি অষ্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশে খেলার কথাও শোনালেন তিনি। এক বিশেষ সাক্ষাৎকারে কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছিল আর ঠিক কতগুলি দিন তাঁকে ওয়ানডে ক্রিকেটে পাওয়া যাবে? উত্তরে বিরাট জানালেন, ‘২০২৭ বিশ্বকাপ জয়টাই আমার লক্ষ্য।’ উল্লেখ্য গতবার অষ্ট্রেলিয়া থেকে ফেরার পর বিরাট (Virat Kohli) ও রেহিতকে নিয়ে একটা কথা উঠেছিল, এবার হয়ত দুজনেরই অবসর নেওয়ার সময় হয়ে এসেছে। অষ্ট্রেলিয়ায় গিয়ে প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর বাকি টেস্টগুলিতে তাঁর খারাপ ফল সমালোচিত হয়েছিল একাধিকবার। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে বিরাট সবাইকে চুপ করিয়ে দিয়েছেন।পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাটে দুর্দান্ত জয় ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসামান্য সাফল্য দিয়েছে। তাই এই মুহূর্তে বিরাটের ওপর ওঠা সমস্ত সমালোচনা বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত

ফিটনেসের দিক থেকে দেখতে গেলে বিরাট কোহলি (Virat Kohli) এখনও যে পরিমাণ ফিট, তাতে ২০২৭ বিশ্বকাপ কেন, আরও কিছুদিন অনায়াসে সাদা বলের লম্বা ফরম্যাটে খেলে যেতে পারেন। পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও আরও কিছুদিন সামলাবেন তিনি। কোহলির এই হার না মানা মানসিকতাই যে তাঁকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে চাইছে এটা তাঁর প্রত্যয়ী মনোভাব থেকেই প্রকাশ পাচ্ছে।

আরও পড়ুন: সামনের সপ্তাহে অনুশীলনে মহামেডান, লক্ষ্য সুপার কাপ

শুধু তাই নয়, ২০২৭ বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে। দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ পিচই ফাস্ট পিচ। অষ্ট্রেলিয়ার অনেক মাঠের সঙ্গেই দক্ষিণ আফ্রিকার মাঠগুলির সাদৃশ্য রয়েছে। তাই এবার সেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিগ ব্যাশ লিগেও খেলার ইচ্ছে প্রকাশ করেছেন বিরাট। বিগ ব্যাশের দল সিডনি সিক্সার ইতিমধ্যেই তাঁদের দলের জন্য বিরাট কোহলিকে চেয়েছে। যদিও বিরাট (Virat Kohli) নিজে এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানাননি। তবে সূত্রের খবর, বিরাট সেখানে খেললেও খেলতে পারেন। আইপিএলের সঙ্গে বিগ ব্যাশের কোনও সংঘাত নেই। অর্থাৎ বিশ্বের দুটো সেরা টি-২০ ক্রিকেট লিগ দুটো আলাদা আলাদা সময়ে হয়। কাজেই আইপিএলে খেলার পর বিগ ব্যাশে খেলতে কোনও বাধাই নেই। আর বিরাট কোহলির মতো ক্রিকেটার বিগ ব্যাশ লিগে খেললে লিগের গুরুত্ব যে আরও খানিকটা বেড়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই। এই লিগের উদ্যোক্তারাও তাই বিরাটকে নিয়ে বেশ আশাবাদী। তবে বিগ ব্যাশে তিনি খেলুন না নাই খেলুন, ২০২৭ বিশ্বকাপ যে বিরাট খেলছেনই তা নিশ্চিত। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে নন ক্যপ্টেন প্লেয়ার হিসেবে বিরাটের ক্রিকেট কেরিয়ারে একটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-২০ বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আরও একটি ওয়ানডে বিশ্বকাপ জিততে চাইছেন কিং কোহলি (Virat Kohli)।