BREAKING:

BREAKING: শচীনকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বের দ্রুততম ১৪ হাজার রানের মালিক বিরাট

Subhrajyoti Ghosh
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, খেলা ডেস্ক: কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট সবচেয়ে কম একদিনের ম্যাচ খেলে ১৪০০০ রানের ক্লাবে ঢুকলেন। এর আগে একদিনের ক্রিকেটে ১৪ হাজার ক্লাবের সদস্য মাত্র দুজন ছিলেন। মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।

 

কিন্তু শচীন ১৪০০০ রানে পৌঁছতে খেলেছিলেন ৩৫০ টি ওয়ানডে ইনিংস। সাঙ্গাকারা এই লক্ষ্যে পৌঁছতে খেলেছিলেন ৪৭৮ টি ওয়ানডে ইনিংস। কিন্তু বিরাট কোহলি মাত্র ২৮৭ টি ওয়ানডে ইনিংস খেলে চোদ্দ হাজার রানে পৌঁছে গেলেন। হ্যারিস রাউফকে দুর্দান্ত কভার ড্রাইভে বাউন্ডারি হাকিয়ে বিরাট এদিন ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন। বিরাটের এটি একটি নতুন বিশ্ব রেকর্ডও বটে ।

 

READ MORE: ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder