৩০০ কোটি টাকার প্রস্তান ফেরালেন Virat Kohli

- আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
- / 24
পুবের কলম, প্রতিবেদক: ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারি সংস্থা ‘পিউমা’র সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক শেষ হয়েছে। শোনা গিয়েছে, ওই সংস্থা কোহলির সঙ্গে আবারও নতুন করে চুক্তি করতে আগ্রহী হয়েছে। ৩০০ কোটি টাকার চুক্তি করতে চেয়েছিল তারা। কিন্তু বিরাট তাদের সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন। তিনি নাকি আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান ৮’এর পরিধি বৃদ্ধি করতে ‘পিউমা’র সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহ দেখাননি। কোহলির (Virat Kohli) সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরই ‘পিউমা’ আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল। যার মূল্য ছিল ৩০০ কোটি টাকা।
আরও পড়ুন: দলকে মজার বার্তা কিং খানের
এর আগে, ২০১৭ সালে কোহলি যখন ’পিউমা’র সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও কোহলি রাজি হলেন না। একই সঙ্গে জানা যাচ্ছে, কোহলি (Virat Kohli) এবার ‘অ্যাজিলিটাস’-এর সঙ্গে যুক্ত হতে চলেছেন। পুমার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে নতুন এই সংস্থা তৈরি করেন। প্রতিষ্ঠানটি ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে। এই সংস্থার সঙ্গেই আগামীতে গাঁটছড়া বাঁধতে পারে কোহলির ‘ওয়ান ৮’ সংস্থাটি।