২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভার্চুয়াল শুনানি পার্থ-অর্পিতার, জেলবন্দিতে সম্মানহানির উল্লেখ করে জামিনের আবেদন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের ‘নিয়োগ-দুর্নীতি’ মামলার ভার্চুয়াল শুনানি চলাকালীন কেঁদে ভাসালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এতদিন জেলে থাকা নিয়ে নিজের সম্মানহানির কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন তিনি। প্রতেকবারের মতোই এবারেও ইডি তার জামিনের বিরোধিতা করে। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের জামিনের উদ্দেশ্যে বলেন, আমাকে জামিন দিন! আমি বাঁচতে চাই।

এদিন তিনি আরও বলেন, আমি বিরোধীদের রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি। মন্ত্রী হওয়ার আগে আমি বিরোধী দলনেতা ছিলাম।আমাকে ন্যায় বিচার দেওয়া হক। ১৪ দিনের জেল হেফাজত শেষ করে বুধবার আবার ভার্চুয়াল মাধ্যমে পার্থকে আদালতে হাজির করানো হয়। তারসঙ্গে হাজির করানও হয় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। ৪২ দিন ধরে হেফাজতে আচ্ছেন পার্থ। শারীরিক কারণে পার্থকে রোজ মোট ১৭টি ওষুধ খেতে হয়। অন্যদিকে ইডির পক্ষে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে তদন্তে নেমে বহু ভুয়ো জমি বাড়ির নথির সন্ধান মিলেছে। তাই তদন্তের স্বার্থে এখনই জামিন নয়। এ ছাড়াও এখনও ইডির নেকনজরে আছে ২৫টি অ্যাকাউন্ট।

 

এরপর ১০ দিনের ইডি হেফাজতের পর আপাতত দু দফায় জেল হেফাজতে আপাতত প্রেসিডেন্সি জেলে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থর সঙ্গে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ডায়মন্ড সিটি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা সহ বহু মূল্যের স্বর্ণালঙ্কার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভার্চুয়াল শুনানি পার্থ-অর্পিতার, জেলবন্দিতে সম্মানহানির উল্লেখ করে জামিনের আবেদন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের ‘নিয়োগ-দুর্নীতি’ মামলার ভার্চুয়াল শুনানি চলাকালীন কেঁদে ভাসালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এতদিন জেলে থাকা নিয়ে নিজের সম্মানহানির কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন তিনি। প্রতেকবারের মতোই এবারেও ইডি তার জামিনের বিরোধিতা করে। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের জামিনের উদ্দেশ্যে বলেন, আমাকে জামিন দিন! আমি বাঁচতে চাই।

এদিন তিনি আরও বলেন, আমি বিরোধীদের রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি। মন্ত্রী হওয়ার আগে আমি বিরোধী দলনেতা ছিলাম।আমাকে ন্যায় বিচার দেওয়া হক। ১৪ দিনের জেল হেফাজত শেষ করে বুধবার আবার ভার্চুয়াল মাধ্যমে পার্থকে আদালতে হাজির করানো হয়। তারসঙ্গে হাজির করানও হয় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। ৪২ দিন ধরে হেফাজতে আচ্ছেন পার্থ। শারীরিক কারণে পার্থকে রোজ মোট ১৭টি ওষুধ খেতে হয়। অন্যদিকে ইডির পক্ষে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে তদন্তে নেমে বহু ভুয়ো জমি বাড়ির নথির সন্ধান মিলেছে। তাই তদন্তের স্বার্থে এখনই জামিন নয়। এ ছাড়াও এখনও ইডির নেকনজরে আছে ২৫টি অ্যাকাউন্ট।

 

এরপর ১০ দিনের ইডি হেফাজতের পর আপাতত দু দফায় জেল হেফাজতে আপাতত প্রেসিডেন্সি জেলে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থর সঙ্গে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ডায়মন্ড সিটি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা সহ বহু মূল্যের স্বর্ণালঙ্কার।