এবার ১১০০০ কর্মী ছাঁটাই করার পথে ভোডাফোন

- আপডেট : ১৬ মে ২০২৩, মঙ্গলবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক : এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ভোডাফোন। ব্রিটিশ টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৩ বছরে সংস্থার ১১ হাজারেরও বেশি কর্মী কাজ হারাতে চলেছেন। গ্রাহক সংখ্যা অনেকটা কমে যাওয়ায় সংস্থার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোডাফোনের সিইও মার্গেরিটা ডেলা ভ্যালে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কর্মী ছাঁটায় প্রসঙ্গে তিনি বলেন গত আর্থিক বছরে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়নি। আমার অগ্রাধিকার হল গ্রাহক, সরলতা এবং বৃদ্ধি। আমরা আমাদের প্রতিষ্ঠানকে সরল করব, আমাদের প্রতিযোগীতা পুনরুদ্ধার করতে জটিলতা দূর করব। গ্রাহকরা যে মানসম্পন্ন পরিষেবা আশা করে আমরা তা দেওয়ার জন্য সংস্থানগুলি পুনঃনির্ধারণ করব। ভোডাফোনের ব্যবসার আরও বৃদ্ধি ঘটাব।