পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভোটার কার্ডের (Voter Card) সঙ্গে আধার কার্ডের সংযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় আইন মন্ত্রক, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে বসবেন।
জানা গেছে, আগামী ১৮ মার্চ আধার কার্ড এবং ভোটার কার্ডের (Voter Card) সংযুক্তির বিষয়ে আলোচনার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু ও বিবেক জোশী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, কেন্দ্রীয় আইন সচিব রাজীব মনি এবং ইউআইডিএআই সিইও ভুবনেশ কুমারের সঙ্গে বৈঠকে বসবেন। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, ওই মতামত যেন আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাঠানো হয় কমিশনের কাছে। মনে করা হচ্ছে, সংযুক্তিকরণের বিষয়ে ‘নীতিগত’ সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তা বাস্তবায়িত করতে হলে প্রক্রিয়া কী হবে, সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে মঙ্গলবারের বৈঠকে।
আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়
২০২১ সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট, ১৯৫১-তে সংযোজন আনবার পর নির্বাচন কমিশন এই বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। যদিও এখনও পর্যন্ত ভোটার আই কার্ডের (Voter Card) সঙ্গে আধার কার্ডের সংযোগ শুরু হয়নি। অনুমান করা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের (Voter Card) সংযুক্তি ঘটালে ভোটার তালিকা আরও স্বচ্ছভাবে তৈরি করা যাবে। যদিও ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক নয়। সম্প্রতি কমিশন ঘোষণা করেছে যে তারা তিন মাসের মধ্যে একই নম্বরধারী ভোটারদের জন্য নতুন এপিক নম্বর জারি করবে। কমিশন জানিয়েছে, একই নম্বরে একাধিক ভোটার থাকার অর্থ ভুয়ো ভোটার নয় এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকায় নিবন্ধিত ব্যক্তিরা সেখানে ভোট দিতে পারবেন।