BREAKING:
Rabindra Sarobar-এ দোল উৎসবের অনুমতি শহরে ফের ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার, পুলিশি তৎপরতায় গ্রেফতার ২    সমাজসেবার জন্য সম্মানিত সংগীতশিল্পী অভিনেত্রী সুপর্ণা কুমার  কেন ‘ইন্ডিয়া’ বলব? প্রশ্ন আরএসএস নেতার, নাম বদলের দাবি সংঘের ২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের বাংলাকে ভাগ করবেন না: শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে সরব মুখ্যমন্ত্রী Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫
ভোটার তালিকা যাচাইচের কাজে সাংসদ আবু তাহের খান
ভোটার তালিকা যাচাইয়ের কাজে ব্যস্ত সাংসদ আবু তাহের খান।

জিশান আলি মিঞা, হরিহরপাড়া: ভোটার তালিকায় ভুয়া ভোটার খুঁজতে তালিকা হাতে মাঠে নামলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। শনিবার তার সাংসদ এলাকার হরিহরপাড়ার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর, কাঞ্চননগর, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের হুমাইপুর, তাজপুর-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ করেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহাতাবুদ্দিন শেখ, সাংসদ প্রতিনিধি জয়নাল আবেদীন-সহ একাধিক নেতাকর্মী। তবে এ দিন আবু তাহেরের সঙ্গে দেখা যায়নি হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ও তার অনুগামীদের।

আরও পড়ুন: ব্যাপক গরমিল ভোটার তালিকায়, ১৩ জন জীবিতকে দেখানো হল মৃত

রাজনৈতিক মহলের দাবি, বেশ কিছু দিন ধরেই হরিহরপাড়ায় দলের কোন্দল প্রকাশ্যে এসেছিল। ভোটার তালিকা যাচাইয়ের কাজে সেই দলের কোন্দল আরও প্রকট হয়ে উঠেছে। গত ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রী জেলা সফরে আসলে বিধায়ক নিয়ামত শেখ, দলনেত্রীকে হরিহরপাড়ায় গোষ্ঠীকোন্দলের বিষয়টি জানান। বিধায়ক বলেন, ইতিমধ্যে বিধানসভা এলাকার বারোটি অঞ্চলে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ করে জেলায় জমা করেছি। তারপর সাংসদ গোষ্ঠীবাজি করার জন্য এসব করছে বলে অভিযোগ। আবু তাহের খান বলেন, দলের রাজ্য সভাপতি বলেছেন ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলতে থাকবে। যারা লোকসভা নির্বাচনে আমার সঙ্গে রয়েছেন তাদের নিয়ে এলাকায় ঘুরছি। সামসুজ্জোহা বিশ্বাস, আহাতাবুদ্দিন শেখরা বলেন, বিধায়ক তার মতো করে ভোটার তালিকা দেখার কাজ করেছেন। আমরা আমাদের মতো করে করছি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder