০৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি বিধায়কের দানের শাড়ি পুড়িয়ে ভোটারদের অভিনব প্রতিবাদ কর্নাটকে

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 15

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েব ডেস্কঃ কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে শাসকদল বিজেপির যে অবস্থা খারাপ  তার প্রমাণ হল দানের শাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা। চিকমাগলুরুর ভোটাররা দলবদ্ধভাবে দানে পাওয়া শাড়ি রাস্তায় নিয়ে এসে জ্বালিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ জানাল।

এই শাড়ি তাদেরকে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়ক সিটি রবির পক্ষ থেকে। বিজেপি কর্মকর্তারা ঘটা করে ভোটের আগে এই শাড়ি বিতরণ করেছিলেন। উগাড়ি উৎসব উপলক্ষে বিধায়কের পক্ষ থেকে এই উপহার বলা হয়।

 কিন্তু ক্ষুব্ধ ভোটাররা দল বেঁধে শাড়ি জ্বালিয়ে দিল। এই শাড়ি জ্বালানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভোটারদের দাবি, চার বছর বিধায়ক তাদের ভালো-মন্দের খোঁজ নেয়নি। এখন ভোট  আসতে মন জয় করতে চাইছে। এলাকায় পানীয় জলের হাহাকার, ছেলে-মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারছে না, গ্রামে উন্নয়ন নেই, আর একটা শাড়ি দিয়ে ভোট কিনতে চাইছে তারা। তাদের দাবি, আমরা উন্নয়ন চাইছি, ঘুষ চাইছি না। বিজেপি বিধায়কের উপর তারা ক্ষুব্ধ।

বিজেপি বিধায়ক সিটি রবি এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান, মিথ্যা ছড়াচ্ছে কংগ্রেস। কংগ্রেস নাটক করছে। ভোটারদের বলছে, আমরা নাকি কিছুই করিনি। কংগ্রেস গ্রামবাসীদের কাছে প্রিয় হতে চাইছে। আর সেকারণে এ ধরনের নাটক তৈরি করছে।

উল্লেখ্য, কর্নাটকে বিধানসভার ভোটের আর কয়েক মাস বাকি। কয়েকটি ভোট সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপির অবস্থা খারাপ এই রাজ্যে। দিল্লি হাইকম্যান্ড জোর চেষ্টা চালাচ্ছে এই রাজ্যটিকে হাতছাড়া না করার। সেজন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নতুন করে ঘোষণা করতে চলেছে। সেইসঙ্গে ভোটারদের দুয়ারে পৌঁছবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই শাড়ি জ্বালানোর ঘটনায় জোর ধাক্কা খাবে ‘দুয়ারে বিজেপি’ কর্মসূচি।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি বিধায়কের দানের শাড়ি পুড়িয়ে ভোটারদের অভিনব প্রতিবাদ কর্নাটকে

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে শাসকদল বিজেপির যে অবস্থা খারাপ  তার প্রমাণ হল দানের শাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা। চিকমাগলুরুর ভোটাররা দলবদ্ধভাবে দানে পাওয়া শাড়ি রাস্তায় নিয়ে এসে জ্বালিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ জানাল।

এই শাড়ি তাদেরকে দেওয়া হয়েছিল বিজেপি বিধায়ক সিটি রবির পক্ষ থেকে। বিজেপি কর্মকর্তারা ঘটা করে ভোটের আগে এই শাড়ি বিতরণ করেছিলেন। উগাড়ি উৎসব উপলক্ষে বিধায়কের পক্ষ থেকে এই উপহার বলা হয়।

 কিন্তু ক্ষুব্ধ ভোটাররা দল বেঁধে শাড়ি জ্বালিয়ে দিল। এই শাড়ি জ্বালানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভোটারদের দাবি, চার বছর বিধায়ক তাদের ভালো-মন্দের খোঁজ নেয়নি। এখন ভোট  আসতে মন জয় করতে চাইছে। এলাকায় পানীয় জলের হাহাকার, ছেলে-মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারছে না, গ্রামে উন্নয়ন নেই, আর একটা শাড়ি দিয়ে ভোট কিনতে চাইছে তারা। তাদের দাবি, আমরা উন্নয়ন চাইছি, ঘুষ চাইছি না। বিজেপি বিধায়কের উপর তারা ক্ষুব্ধ।

বিজেপি বিধায়ক সিটি রবি এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান, মিথ্যা ছড়াচ্ছে কংগ্রেস। কংগ্রেস নাটক করছে। ভোটারদের বলছে, আমরা নাকি কিছুই করিনি। কংগ্রেস গ্রামবাসীদের কাছে প্রিয় হতে চাইছে। আর সেকারণে এ ধরনের নাটক তৈরি করছে।

উল্লেখ্য, কর্নাটকে বিধানসভার ভোটের আর কয়েক মাস বাকি। কয়েকটি ভোট সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপির অবস্থা খারাপ এই রাজ্যে। দিল্লি হাইকম্যান্ড জোর চেষ্টা চালাচ্ছে এই রাজ্যটিকে হাতছাড়া না করার। সেজন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নতুন করে ঘোষণা করতে চলেছে। সেইসঙ্গে ভোটারদের দুয়ারে পৌঁছবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই শাড়ি জ্বালানোর ঘটনায় জোর ধাক্কা খাবে ‘দুয়ারে বিজেপি’ কর্মসূচি।