২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাত্র চাই! তবে স্কুল শিক্ষক ব্যতীত , বিজ্ঞাপন ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার
  • / 10

পূবের কলম ওয়েবডেস্কঃ পাত্র চাই! পাত্র চাই! পাত্র চাই! পাত্র হতে হবে সুশ্রী ,চাকরিরত , তবে স্কুল শিক্ষক ব্যতীত! এই বিজ্ঞাপন ভাইরাল হতে না হতেই, শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্যে। রাজ্যে প্রাথমিক এবং SSC শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের জেরে রীতিমত তোলপাড় চলছে সমাজের সর্ব স্তরের মানুষদের মধ্যে। এমনকি দুর্নীতি খুঁজতে কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত।

এরই মধ্যে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তারই মধ্যে এই বিজ্ঞাপনে তোলপাড় হয়েছে নেটমাধ্যম!

পাত্রী সরকারি চাকুরিরতা! তবে তিনি সরকারি চাকুরিরত কোনও শিক্ষককে বিয়ে করবেন না। এমনটাই সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
তবে এর পিছনে কারণ কি? তাহলে কি চাকুরি নিয়ে অনিশ্চয়তা সংক্রান্ত কোনও সমস্যা!এই নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

পাত্র চাই! তবে স্কুল শিক্ষক ব্যতীত , বিজ্ঞাপন ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়
বিজ্ঞাপন অনুযায়ী, পাত্রী সরকারি চাকুরিরতা। উত্তর দিনাজপুরের বাসিন্দা। তবে কর্মসূত্রে ধূপগুড়িতে বসবাস করেন তিনি। উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় সরকারি চাকুরিরত পাত্র চাই উনি, তবে “স্কুল শিক্ষক ব্যতীত”।

তবে কিছুদিন আগে মহল একটু অন্যরকম ছিল। শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকলে আলাদায় সম্মান দেওয়া হত পাত্র-পাত্রীদের। ফলে এই পেশায় নিযুক্ত থাকা পাত্র-পাত্রীদের গ্রহণযোগ্যতাও কমেছে অনেকটা। এই সব নিয়ে কার্যত হুলুস্থুলুস পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে মজা করে নেটিজেনদের কথায়, শুনেও শান্তি লাগছে, কাল যে শিক্ষকরা ‘মোস্ট এলিজিবল’ বলে বিবেচিত হত আজ তাঁদের সুপাত্রের তালিকায় রাখছেন না সমাজের এক শ্রেণীর মানুষ। এমনকি অনেকে এটাও বলছে, এবার তো আসল খেলা শুরু হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাত্র চাই! তবে স্কুল শিক্ষক ব্যতীত , বিজ্ঞাপন ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার

পূবের কলম ওয়েবডেস্কঃ পাত্র চাই! পাত্র চাই! পাত্র চাই! পাত্র হতে হবে সুশ্রী ,চাকরিরত , তবে স্কুল শিক্ষক ব্যতীত! এই বিজ্ঞাপন ভাইরাল হতে না হতেই, শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মধ্যে। রাজ্যে প্রাথমিক এবং SSC শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের জেরে রীতিমত তোলপাড় চলছে সমাজের সর্ব স্তরের মানুষদের মধ্যে। এমনকি দুর্নীতি খুঁজতে কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত।

এরই মধ্যে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তারই মধ্যে এই বিজ্ঞাপনে তোলপাড় হয়েছে নেটমাধ্যম!

পাত্রী সরকারি চাকুরিরতা! তবে তিনি সরকারি চাকুরিরত কোনও শিক্ষককে বিয়ে করবেন না। এমনটাই সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
তবে এর পিছনে কারণ কি? তাহলে কি চাকুরি নিয়ে অনিশ্চয়তা সংক্রান্ত কোনও সমস্যা!এই নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

পাত্র চাই! তবে স্কুল শিক্ষক ব্যতীত , বিজ্ঞাপন ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়
বিজ্ঞাপন অনুযায়ী, পাত্রী সরকারি চাকুরিরতা। উত্তর দিনাজপুরের বাসিন্দা। তবে কর্মসূত্রে ধূপগুড়িতে বসবাস করেন তিনি। উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় সরকারি চাকুরিরত পাত্র চাই উনি, তবে “স্কুল শিক্ষক ব্যতীত”।

তবে কিছুদিন আগে মহল একটু অন্যরকম ছিল। শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকলে আলাদায় সম্মান দেওয়া হত পাত্র-পাত্রীদের। ফলে এই পেশায় নিযুক্ত থাকা পাত্র-পাত্রীদের গ্রহণযোগ্যতাও কমেছে অনেকটা। এই সব নিয়ে কার্যত হুলুস্থুলুস পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে মজা করে নেটিজেনদের কথায়, শুনেও শান্তি লাগছে, কাল যে শিক্ষকরা ‘মোস্ট এলিজিবল’ বলে বিবেচিত হত আজ তাঁদের সুপাত্রের তালিকায় রাখছেন না সমাজের এক শ্রেণীর মানুষ। এমনকি অনেকে এটাও বলছে, এবার তো আসল খেলা শুরু হবে।