ওয়াকফ আইন: প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন আইপিএস নুরুল হুদা

- আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, শনিবার
- / 9
পাটনা: ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার পদত্যাগ করলেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। সিনিয়র আইপিএস অফিসার নুরুল হুদা আইজি পদ থেকে পদত্যাগ করেছেন। ভারতীয় রেলের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদে কর্মরত ছিলেন তিনি। ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসার হুদা সৎ পুলিশ কর্তা হিসেবেই পরিচিত। বিহারের সীতামারহির বাসিন্দা তিনি।
সূত্রের খবর, ধানবাদ, আসানসোল এবং দিল্লির মতো জায়গায় ২৮ বছর ধরে পুলিশের বিভিন্ন পদে কাজ করেছেন দুদে পুলিশ কর্তা। তিনি রেলের সুরক্ষা, নকশাল নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে সাফল্যের জন্য বেশকিছু পুরষ্কার অর্জন করেছেন। দু’বার বিশিষ্ট সেবা পদক এবং ডিরেক্টর জেনারেল চক্রে ভূষিত হন নুরুল হুদা।
এদিকে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন প্রাক্তন পুলিশ কর্তা। বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহনির দল বিকাশশীল ইনসান পার্টিতে (ভিআইপি) যোগ দিয়েছেন প্রাক্তন আইজি। বিহারের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দিতে রাজনীতিতে পা রেখেছেন হুদা বলেই মনে করা হচ্ছে।