Breaking: লোকসভায় পাশ হয়ে গেল Waqf Amendment Bill

- আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 43
পুবের কলম ওয়েবডেস্ক: ১২ ঘণ্টা বিতর্কপর্বের অবসান। বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হল সংশোধিত ওয়াকফ বিল (Waqf Amendment Bill)। বিলের পক্ষে ভোট দিয়েছেন ২৮৮ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২৩২ জন সাংসদ । বৃহস্পতিবার বিল পেশ হবে রাজ্যসভায়। উল্লেখযোগ্য হল, ভোটাভুটির সময় প্রধানমন্ত্রী মোদী উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আইনটির সংশোধিত সংস্করণ, যা এখন ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট (UMEED) বিল নামে পরিচিত এই বিলটি পেশের পর তীব্র বিতর্ক শুরু হয় ।
আরও পড়ুন: Waqf Bill : ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলির আসল রূপ দেখার সময়
ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ (Waqf Amendment Bill) লোকসভায় পেশ হওয়ার পর প্রায় ১২ ঘন্টা ধরে দীর্ঘ বিতর্কের জবাবে, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রিজিজু বলেন, পার্সিদের মতো ক্ষুদ্র সংখ্যালঘু সম্প্রদায়ও ভারতে নিরাপদ এবং এখানে সমস্ত সংখ্যালঘুরা গর্বের সাথে বাস করে। কিছু সদস্য বলেছেন যে ভারতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সংখ্যালঘুদের জন্য ভারতের চেয়ে নিরাপদ আর কোনও জায়গা নেই। আমিও একজন সংখ্যালঘু এবং আমরা সকলেই এখানে কোনও ভয় ছাড়াই এবং গর্বের সাথে বাস করছি।
আরও পড়ুন: Waqf Bill-এর বিরুদ্ধে আদালতে যাবে Muslim Personal Law Board
বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, জেপিসিতে ভিন্নমত প্রকাশ করে বিরোধী সাংসদদের দেওয়া নোটগুলি উপেক্ষা করা হয়েছে বিলে।
বিজেপির ওয়াকফ বিল (Waqf Amendment Bill) পাসকে স্বাগত জানিয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। তিনি বলেন, এই আইন ঐতিহাসিক ভুল সংশোধনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাহুল গান্ধী ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫-কে (Waqf Amendment Bill) ‘সংবিধানের উপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
Lok Sabha passed the Waqf (Amendment) Bill 2025 with 288 votes after a 12-hour debate.
288 MPs voted in favour &
232 MPs voted against the bill#WaqfBoard #Waqf #Waqfamendmentbill2024pic.twitter.com/33beXWt09f— Faiz Quraishi (@FaizXQuraishi) April 2, 2025