লোকসভায় পেশ WAQF BILL

- আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
- / 55
পুবের কলম, ওয়েব ডেস্ক: তীব্র বিরোধিতার মধ্যে লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)। বিতর্কিত বিল পেশ করলেন বিজেপি সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু।
এক ঝলকে Waqf Bill
1) সরকার ব্যর্থতা লুকাতে এই বিল এনেছে: অখিলেশ যাদব
2)ওয়াকফ আইন সংশোধন হলে মামলা বাড়বে: গৌরব গগৈ
– গৌরব: এই বিল সংবিধানের মৌলিক অধিকারের উপর আক্রমণ। এই সরকার সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি দেখানোর ভান করে। সরকারে কতজন মুসলিম মন্ত্রী আছেন? সেটা বলুক।
– সংবিধানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, দাবি কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের।
আরও পড়ুন: নজরে WAQF BILL
3) ওয়াকফ নিয়ে বিজেপি বাংলার থেকে বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
4) ওয়াকফ নিয়ে প্রতিবাদ জানাতে সংসদে কালো পোশাক পরে এলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
#WATCH | Deputy Leader of Congress in Lok Sabha, Gaurav Gogoi, speaks on the Waqf Amendment Bill
He says, “Did the Minority Affairs Ministry make this bill, or did some other department make it? Where did this Bill come from?… Today, the condition of minorities in the country… pic.twitter.com/QJPNnwcpyI
— ANI (@ANI) April 2, 2025