Waqf Law বাতিলের দাবিতে জমিয়তে উলামায়ে বাংলার প্রতিবাদ সভা

- আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 20
পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াকফ আইন (Waqf Law) বাতিলের দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে পোলেরহাট থানা কমিটির ব্যবস্থাপনায় পোলেরহাট সবজি বাজারে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।জমিয়তের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, ওয়াকফ আইন (Waqf Law) বাতিলের দাবিতে আন্দোলন কেবলমাত্র মুসলমানদের ধর্মীয় বিধানের উপর হস্তক্ষেপ করেছে তার জন্য নয়। এই আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন দেশের সংবিধানকে বাঁচানোর আন্দোলন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতবর্ষের ঐতিহ্যের পরম্পরাকে অব্যাহত রাখার আন্দোলন।
আরও পড়ুন: Waqf Law বাতিল করা হোক, আরজি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করল পিআইবি
সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী বলেন, ওয়াকফ আইন (Waqf Law) বাতিলের দাবিতে জমিয়তের প্রতিবাদ সভা সব সময় সুশৃংখলভাবে হবে। রাস্তা অবরোধ করে নয় দেশের সম্পত্তি নষ্ট করে নয়। কারণ আল্লাহর সম্পত্তি রক্ষা করতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করাও ধর্ম বিরোধী কাজ। আরো বক্তব্য রাখেন ফুরফুরা শরীফে পীরজাদা মাওলানা ওজায়ের সিদ্দিকী পীরজাদা তৈয়ব সিদ্দিকী সৈয়দ লাবিব আমান জেলা সম্পাদক মাওলানা মোকাররাম সাহেব সভাপতি মোস্তাফিজুর রহমান হাফেজ আজিজুদ্দিন শামসুল আরেফিন সহ বহু বিশিষ্ট জনেরা সভা থেকে আগামী ২৬শে এপ্রিল কলকাতার ব্রিগেডে লাখ লাখ মানুষের উপস্থিত হওয়ার আবেদন জানানো হয়।