বিকট শব্দে গুয়াহাটিতে ফাটল জলের পাইপ, জলবিস্ফোরণে মৃত ২

- আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক : জলের পাইপ ফেটে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল গুয়াহাটিতে। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ খারঘুলি এলাকার পশ্চিম গুয়াহাটিতে জল সরবরাহের পাইপ লাইন ফেটে এই বিপত্তি ঘটে। ৫০০ মিটার উঁচুতে উঠে জল তীব্র গতিতে আছড়ে পড়ে। জলপ্লাবনে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি সমস্যায় পড়েন প্রায় ৬০০ জন বাসিন্দা।
জলবিস্ফোরণে বাড়ি ভেঙে সুমিত্রা রাভা নামে এক মহিলা সহ আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অপর একজনের নাম পরিচয় জানা যায়নি।
A woman was killed, and over 30 people were injured after the municipal body’s water supply pipe burst in Assam’s Guwahati.
The high pressure of water also damaged at least 40 houses in the Kharguli area of Guwahati.
pic.twitter.com/fFxmCSbYoc— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) May 25, 2023
courtsy Twitter
এরই সঙ্গে আহত হয়েছে প্রায় ৩০ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় এবং নিকটবর্তী হাসপাতালে। কমপক্ষে ৪০টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকগুলি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। জয়পুর ও অয়েল ইন্ডিয়া সেক্টর ১ সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে যায়।
গ্যামন জাইকা প্রকল্পে জলের প্রধান সরবরাহকারী পাইপ ফেটে গিয়ে ওই বিপত্তি ঘটে। এই ঘটনায় খারঘুলি এলাকায় পানীয় জল সরবরাহ ব্যাহত হয়।
এই ঘটনাকে নিছক একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেন গুয়াহাটি উন্নয়ন দফতরের মন্ত্রী অশোক সিংহল। তিনি জানান, কী কারণে এই রকম একটি দুর্ঘটনা ঘটেছে তা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গত তিন বছর ধরে এই প্রকল্পে জল সরবরাহ করা হচ্ছে। এতদিন তাতে কোন রকম সমস্যা হয়নি। কিন্তু কী কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। অশোক সিংহল আরও বলেন, পুরো পাইপ লাইন খতিয়ে দেখা হবে। কোথায় সমস্যা আছে তাও দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আগামীদিনে যাতে এই রকম ঘটনা না হয় সেদিকেও নজর দিয়ে কাজ করা হবে।
ওই এলাকায় জল সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্যও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে গুয়াহাটি মেট্রপলিটন ডেভলপমেন্ট অথরিটি। আরেকদিকে ওই ঘটনায় ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।
জানা গিয়েছে, গুয়াহাটিতে এই রকম দুর্ঘটনা ঘটেছিল প্রায় ৮ বছর আগে।