পুবের কলম, ওয়েব ডেস্কঃ কুম্ভমেলায় যাওয়ার সময় ঝাড়খন্ডে পথ দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ছয় বাসিন্দা। এই ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “মহাকুম্ভে যাওয়ার সময় ঝাড়খন্ডে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন আমাদের রাজ্যের ছয় ব্যক্তি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।” তিনি আরও লেখেন, “দেহ ফিরিয়ে আনতে এবং জীবিতদের চিকিৎসার বিষয়ে সব রকম সহায়তা করার জন্য আমি রাজ্যের প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”
উল্লেখ্য, চালক-সহ পশ্চিমবঙ্গের ৮ বাসিন্দা একটি এসইউভি গাড়িতে প্রয়াগরাজের কুম্ভের মেলায় যাচ্ছিলেন। পথে দূর্ঘটনার মধ্যে পড়ে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের জেলা সদর থেকে প্রায় ২০ কিমি দূরে রাজগঞ্জ থানার অধীনে কলকাতা-দিল্লি ১৯ নম্বর জাতীয় সড়কে। নিহতদের মধ্যে চালক-সহ দু’জন পুরুষ, দু’জন নারী, দু’জন নাবালকও রয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে (এসএনএমএমসিএইচ) নিয়ে যাওয়া হয়।