পুবের কলম, ওয়েব ডেস্কঃ ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে উদ্ধার হল চারটি মূল্যবান হাতির দাঁত। পাচারকারীদের ধরতে দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিলেন বন দফতরের আধিকারিকরা।
গোপন সূত্রে খবর আসে, বিহার ও ঝাড়খন্ড থেকে চারটি হাতির দাঁত পাচার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপরই এই দুই সংস্থার আধিকারিকরা আন্তরাজ্য পাচার চক্রটিকে ধরতে ফাঁদ পাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজরা মোড়ে ক্রেতা সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। অভিযুক্ত চার ব্যক্তি যখন হাতির দাঁতগুলির বিনিময়ে টাকা লেনদেনের জন্য হাজির হন, তখনই বন দফতরের আগে থেকে মোতায়েন করা আধিকারিকরা তাদের ঘিরে ফেলেন। তাদের কাছ থেকে চারটি বিশালাকার হাতির দাঁত উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে খবর, এই হাতির দাঁত আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল।
ধৃত চার ব্যক্তি বিহার ও ঝাড়খন্ডের বাসিন্দা। বন দফতরের আধিকারিকরা এখন জানার চেষ্টা করছেন, এই চক্রের সঙ্গে আরও কোনও বড় নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না। পাচার করা হাতির দাঁতগুলি কোথায় নিয়ে যাওয়া হত, তাও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া চার ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।