‘আমরা ভারতে স্বাধীন’ বাংলার মাটিতে দাঁড়িয়ে মন্তব্য দলাই লামার

- আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আমরা ভারতে স্বাধীন’ বাংলার মাটিতে দাঁড়িয়ে মন্তব্য করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। একপ্রকার চিনকে আক্রমণ করেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে তবে কি চিনের মাটিতে পরাধীন? তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা ভারতে স্বাধীন। আমাদের দেশে আমরা শরণার্থী কিন্তু ভারতে স্বাধীনতা রয়েছে।’ তাঁর এই মন্তব্য স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, দীর্ঘ ১৩ বছর পর শিলিগুড়িতে এসেছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। শিলিগুড়ির সালুগারা এলাকাতে অবস্থিত সেদ গুয়েড মনেস্ট্রিতে এসেছেন দলাই লামা। সেখানে টিবেটান ধর্ম নিয়ে শিক্ষা দান করেন। আজ, বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, সিকিম, ডুয়ার্স–সহ পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান থেকে প্রায় কুড়ি হাজার ভক্তদের সমাগম হয় ওই মনেস্ট্রিতে। আজকের এই কর্মসূচি শেষ করে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে খবর। অন্যদিকে, চলতি মাসে দলাই লামা সিকিম আসেন। আজ সিকিম থেকে শিলিগুড়িতে আসেন তিনি। তার এই সফরকে ঘিরে শালুগাড়া এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকতে দেখা যায়। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।