‘আমরা সমস্ত ধর্মকে সম্মান করি, ফায়দা তুলি না’, রামমন্দির ইস্যুতে বিজেপি সরকারকে নিশানা রাহুলের

- আপডেট : ১৬ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আমাদের পক্ষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নেওয়া সম্ভব নয়, কারণ এটি মোদীর অনুষ্ঠান।’ মঙ্গলবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তিনি বলেন, ‘বিজেপি-আরএসএস মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। দলের পক্ষে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করা সমস্যার ছিল।’ ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন ভারত জোড়ো ন্যায় যাত্রাতেই থাকব বলে স্পষ্ট জানিয়েছেন রাহুল গান্ধি।
মঙ্গলবার ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ। সেখানেই রাহুল বলেন, ‘আমরা সমস্ত ধর্মকে সম্মান করি। কিন্তু আমি ধর্মের ফায়দা ওঠাতে পারি না। সত্যিকারের ধার্মিক ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে। আমি ধর্মের পথ ধরেই জীবনধারণ করি। মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করি। মানুষের সম্মান করি। ঘৃণা ছড়াই না আমি।’ গেরুয়া শিবিরকে তোপ দেগে রাহুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের লড়াই। তিনি এই অনুষ্ঠানকে লোকসভা ভোটের হাতিয়ার করে ফেলেছেন।’