২২ এপ্রিল নদীয়া জেলা সফরে যাবেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান

- আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 66
পুবের কলম প্রতিবেদক: আগামী ২২ এপ্রিল নদীয়া জেলা সফর করবেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। এছাড়াও সফরে উপস্থিত থাকবেন কমিশনের অন্যান্য সদস্যরা। আগামী মঙ্গলবার দুপুর ১১ টায় নদীয়া জেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হবে। সেই আলোচনায় জেলার মুসলিম, খ্রীস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যাক্তিদের সঙ্গে কথা বলবেন কমিশনের সদস্যরা। জেলার পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা ও নানান অভাব অভিযোগের কথা শুনবেন তারা। জেলার সিভিল সোসাইটির ব্যক্তি সহ ইমামদের কথাও শুনবেন মাইনোরিটি কমিশন। সূত্রের খবর, সংখ্যালঘুদের সমস্যার কথা শোনার পর দ্বিতীয় দফায় প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন জেলার একাধিক বিধানসভার বিধায়করাও।
সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাস্তাঘাট ঠিক নেই। স্কুলগুলিতে শিক্ষক-সংখ্যা পড়ুয়ার সংখ্যার অনুপাতে কম। ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটুকু নেই, থাকলেও সেগুলিতে উপযুক্ত পরিকাঠামো নেই। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশার মত নানান সমস্যা বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান বলেন, ওইদিন সংখ্যালঘুদের সমস্যা ও চাওয়া পাওয়ার কথা শোনা হবে। যে সমস্ত সমস্যা এবং অসুবিধার কথা উঠে আসবে, তা নিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সমস্যার সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। যাতে দ্রুত সমাধান হয়।