পুবের কলম, ওয়েব ডেস্কঃ ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আজ বুধবার বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে মন্ত্রিসভার বৈঠক।
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। শাসকদল তৃণমূলের কাছে বড় পরীক্ষা। ফলে এবারের বাজেটের দিকে গোটা বাংলার নজর রয়েছে। বিশেষ করে ডিএ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বিশেষ কোনও ঘোষণা হয় কিনা সেদিকেই নজর সবার। এছাড়াও মহিলা সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়ে কি ঘোষণা হয় সেদিকেই সবার দৃষ্টি থাকবে।