পুজোর দিনগুলিতে কেমন থাকবে আকাশের অবস্থা, জানাল আবহাওয়া দফতর

- আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 20
পুবের কলম প্রতিবেদক: এবার পুজোয় অসুর হতে চলেছে নিম্নচাপ। বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
এটি মিশে যাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা। যার জেরে সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
পুজোয় আবহাওয়া কেমন যাবে তা নিয়ে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ষষ্ঠীতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার দুপুর বা বিকেল পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা চার থেকে পাঁচ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি মাপের কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। পুরোপুরি মেঘলা আকাশ। অষ্টমীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা। দিনভর মেঘলা আকাশ। নবমী ও দশমীতে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে দশমীতে।
অন্যদিকে, উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি দুটোই বাড়বে রবিবার পর্যন্ত। অর্থাৎ সপ্তমী পর্যন্ত বৃষ্টি কম থাকবে উত্তরবঙ্গে। অষ্টমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। মেঘলা আকাশের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। নবমীতে বৃষ্টি আরও একটু বাড়তে পারে। উপরের দিকে দু-এক জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। দশমী পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।