বৃষ্টি কবে! চলতি সপ্তাহে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দক্ষিণবঙ্গে

- আপডেট : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম প্রতিবেদক: এই সপ্তাহেই কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গে। শনিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে নিচের দিকের জেলাগুলিতে আজও তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে।
কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা গরম অস্বস্তি অব্যাহত থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার থেকে কলকাতার তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শনি ও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পুরুলিয়া- বাঁকুড়া-পশ্চিম বর্ধমান- বীরভূম এবং উত্তরবঙ্গ লাগোয়া নদিয়া মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করায় বঙ্গোপসাগরের উত্তর এবং পশ্চিম উপকূল বরাবর ছোট চোট নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়েছে। এই নিম্নচাপগুলির জেরে ১ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গ এবং ২ তারিখের পর থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এই কদিন গরম ও অস্বস্তি দুটোই থাকবে। দার্জিলিং সহ ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার- জলপাইগুড়িতে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে।
তবে কলকাতায় এপ্রিল মাসে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তা স্পষ্ট করে দিয়েছে মৌসম ভবন। এই কদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। গরম আরও বাড়বে। কলকাতাতেও তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে। বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম-পশ্চিম বর্ধমান- পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে গরমের দাপট থাকবে সবচেয়ে বেশি। তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে আগামী কদিন উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ-বীরভূম সহ কয়েকটি জেলায়। তবে কলকাতায় মে মাসের ৩ থেকে ৪ তারিখের আগে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া দফতর।