দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে, আশার বাণী শোনাল আবহাওয়া দফতর

- আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র দাহদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বৃষ্টি আশায় প্রহর গোনা ছাড়া আর কোনও উপায় নেই। বুধবারও রাজ্যে তীব্র গরম অব্যাহত। হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বারিধারা অব্যাহত। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা অবধি তাপপ্রবাহ চলবে। একাধিক জেলায় বইবে লু। তবে বুধবার থেকে কলকাতায় লু-র প্রকোপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কিছুটা স্বস্তি মিলেছে আবহাওয়া দফতরের আশ্বাসবাণীতে। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা অবধি তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বইবে লু। যদিও তীব্র দাবদাহের অস্বস্তি কাটিয়ে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ -৩ মে-এর মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতায় আপাতত তাপপ্রবাহের কোনও পরিস্থিতি তৈরি হবে না। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে।
তবে শুক্রবার পর্যন্ত জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। এখনও পর্যন্ত একটিও কালবৈশাখীর দেখা মেলেনি। ২৮ ফেব্রুয়ারি শেষবারের মতন বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গের পরিবেশ অনুকূল। বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ বিভিন্ন সমতল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। ২৯ তারিখ পাবর্ত্য এলাকায় বৃষ্টি পরিমাণ কিছুটা বাড়বে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সকাল সাড়ে ৭ টায় শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। সর্বনিম্ন ৫২ শতাংশ।