নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে! তা এখনও চূড়ান্ত করতে পারেনি পদ্মশিবির। এরমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করল বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ পদে শপথ গ্রহণ করবেন বিজেপি বিধায়করা। ওইদিন বিকেল সাড়ে চারটেয় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথের দিন রামলীলা ময়দানে উপস্থিত থাকবেন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও থাকবেন গেরুয়া শিবিরের শীর্ষস্থানীয় নেতারা।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন! তা ঠিক করতে সোমবারই বৈঠকে বসার কথা ছিল পদ্ম নেতাদের। কিন্তু এদিন সেই বৈঠক হয়নি বলেই খবর। সোমবারের পরিবর্তে বুধবার বৈঠকে বস্তে পারেন বিজেপির শীর্ষ নেতারা। সেদিনই চূড়ান্ত হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী নাম।