BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

কানাডায় পড়তে গেলে দু’বার ভাবনাচিন্তা করা উচিতঃ ভারতীয় হাইকমিশনার

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
Indian high commissioner Sanjay Verma

নয়াদিল্লি, ২৫ অক্টোবরঃ শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে। দু’দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে উদ্বেগ্ন বাড়ে কানাড়ায় পাঠরত ভারতীয় পড়ুয়াদের। এই পরিস্থিতে এবার দুশ্চিন্তার কথা শোনালেন কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা। তিনি বললেন, কানাডায় পড়তে যেতে ইচ্ছুক ভারতীয় পড়ুয়াদের দু’বার ভাবনাচিন্তা করা উচিত। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করেও অনেক পড়ুয়া নিম্নমানের কলেজে ভর্তি হয়েছে। যেখানে চাকরির কোনও সম্ভাবনা নেই। ফলে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন তারা।

Read More: ফিলিপাইন্সে ঘূর্ণিঝড় ট্রামিতে ৭৬ জনের মৃত্যু

২০২২ সাল থেকে কানাডায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন  সঞ্জয় কুমার ভার্মা। সম্প্রতি দু’দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে চলতি মাসের শুরুতে তাঁকে ভারতে ফিরে আসতে হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার আমলে একটা সময় প্রতি সপ্তাহে অন্তত দুটি করে শিক্ষার্থীর মৃতদেহ ব্যাগে করে ভারতে পাঠানো হতো।” এক প্রশ্নের উত্তরে ভারতের রাষ্ট্রদূত বলেন, কানাডার সাথে সম্পর্ক ভাল থাকলেও তিনি প্রত্যেক বাবা-মাকে এই পরামর্শই দিতেন। তিনি নিজেই একজন বাবা ফলে সেই আন্তরিকতা থেকেই এই আদেবন করতেন। ভার্মার মতে, “তারা ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় সেখানে যায়, কিন্তু পরে লাস হয়ে ফেরত আসে।”

Read More: সদ্যজাতের নামকরণ হল ঘূর্ণিঝড় ‘দানা’- নামে,  ওড়িশায় ত্রাণশিবিরে জন্ম ১৬০০ নবজাতকের

আগস্টে সংসদে ভারত সরকার এক তথ্য দিয়ে জানায়, ২০২৪ সালে ১৩,৩৫,৮৭৮ জন ভারতীয় পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করছেন। এর মধ্যে কানাডায় ৪ লাখ ২৭ হাজার, যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৭ হাজার ৬৩০ জন, চিনে ৮ হাজার ৫৮০ জন, গ্রিসে ৮ জন, ইসরায়েলে ৯০০ জন, পাকিস্তানে ১৪ জন এবং ইউক্রেনে ২ হাজার ৫১০ জন পড়াশোনা করছেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder