লখিমপুরের ঘটনায় নীরব কেন মোদি? ‘সামনায় প্রশ্ন তুলল শিবসেনা
- আপডেট : ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের(UP) লখিমপুর খেরির ঘটনায় উত্তাল গোটা দেশ। কেন্দ্র তথা উত্তরপ্রদেশের বিজেপি(BJP) সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা। এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ করল একসময়ের জোটসঙ্গী শিব সেনা। সেখানে স্পষ্ট প্রশ্ন তোলা হয়েছে। জানতে চাওয়া হয়েছে লখিমপুরের ঘটনায় প্রধানমন্ত্রী চুপ কেন?
সময় যত যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে প্রতিবাদী কৃষকদের মৃত্যুর ঘটনা। শুধু যোগী সমর নয় এবার মোদি সরকার এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেও আঙ্গুল উঠতে শুরু করেছে। বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ ক্রমেই গাঢ় হচ্ছে। শিবসেনা লখিমপুর খেরির সহিংসতার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতার নিয়েই এবার কটাক্ষ করেছে। একই সঙ্গে আশ্চর্যও প্রকাশ করেছে।
শিবসেনা তাদের সম্পাদকীয় মুখপত্র সামনাতে মোদি সরকারের তীব্র নিন্দা করেছে। সম্পাদকীয়তে বলা হয়েছে, ” আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকটি বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এটা অবাক করার মতো যে, লখিমপুরের ঘটনায় তিনি এখন পর্যন্ত কীভাবে কোনও মন্তব্য করলেন না।” ‘রবিবারের ঘটনায় মোদি এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করা সত্যি আশ্চর্যজনক।”
উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় সহিংসতায় চার কৃষক সহ আট জনের হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ঝড় উঠেছে। বিরোধী নেতারা এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের যোগী আদিত্যনাথ সরকারকে প্রতি নিয়ত আক্রমণ করে চলেছে।
মর্মান্তিক ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে সেখানে। মঙ্গলবারই ওই ঘটনায় মৃত কৃষকদের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টের দাবি, মৃত চার কৃষকের কারও শরীরেই গুলির আঘাতের চিহ্নের সন্ধান মেলেনি। ধাক্কাধাক্কির ফলে হওয়া অতিরিক্ত রক্তপাতের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, সব মিলিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে ওই সংঘর্ষে।