আবর্জনা ফেলা রুখতে দেওয়ালে দেবদেবীর ছবি কেন? পিটিশন খারিজ

- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 4
পুবের কলম ওয়েব ডেস্কঃ দেওয়ালে প্রস্রাব করা, পানের পিক্, থুথু ও আবর্জনা ফেলা রুখতে সেখানে দেবদেবীর পোস্টার সাঁটানোর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি সোমবার খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেছিলেন গৌরাঙ্গ গুপ্তা নামে এক আইনজীবী।
এদিন, হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আইনজীবীর পিটিশনটি খারিজ করে দিয়েছে। যদিও এর আগে হাইকোর্ট এই মামলার রায়দান স্থগিত রেখেছিল। কিন্তু, পুরোপুরি মামলাটি খারিজ করে দেওয়া হল।
আসলে দিল্লি সরকার, দিল্লি পুরসভা, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড তাদের এলাকার মধ্যে থাকা দেওয়ালগুলি আবর্জনামুক্ত করতে সেখানে দেবদেবীর ছবি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে এই ধরনের পোস্টার ও ছবি সাঁটানো থেকে রুখতে আদালত যাতে নির্দেশ দেয় এই মর্মে পিটিশনটি দাখিল করেছিলেন ওই আইনজীবী।
সেখানে বলা হয়, শুধুমাত্র মানুষের কু-অভ্যাস আটকাতে এভাবে দেবদেবীর পোস্টার দেওয়ালে সাঁটিয়ে দেওয়ার অর্থ দেবতার পবিত্রাকে অসম্মান করা। শুধু তাই নয় ধর্মীয় ভাবাবেগেও আঘাত। এই ধরনের কাজ ভারতীয় দণ্ডবিধির ১৮৬০ এর ধারা ২৯৫ ও ২৯৫-এ এবং সংবিধানের ২৫ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। কারণ, এটি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।