কেন হঠাৎ পারমাণবিক বাঙ্কার সংস্কার করবে সুইজারল্যান্ড

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
(সুইজারল্যান্ডে পুরনো পারমাণবিক আশ্রয়কেন্দ্র।)

জেনেভা: বিশ্ব কি পারমাণবিক যুদ্ধের সামনে? ইউক্রেন-রাশিয়া-ইসরাইল-ফিলিস্তিন-ইরান-সিরিয়ায় যেভাবে যুদ্ধের মোড় বদলাচ্ছে মুহূর্তে মুহূর্তে, তাতে শঙ্কা ও জল্পনা বাড়ছে। যে কোনও সময় শুরু হতে পারে পরমাণু যুদ্ধ। এই নিশ্চয়তার মুখে পুরানো পারমাণবিক আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। পুরানো কাঠামোর সংস্কারে ২৫ কোটি মার্কিন ডলার বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে।

পারমাণবিক আশ্রয়কেন্দ্রের দিক দিয়ে সুইজারল্যান্ড জার্মানির মতো প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে আছে। বিদেশি ও শরণার্থীসহ নিজেদের ৯০ লাখ বাসিন্দার প্রত্যেককে বোমা ও পারমাণবিক তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করার জন্য জায়গা তৈরি করেছে তারা। সিভিল প্রোটেকশন কমান্ডার লুই-হেনরি ডেলারাগেজ বলেন, আগামী বছরগুলোতে সুইস কনফেডারেশন কিছু ™ুরনো আশ্রয়কেন্দ্র সংস্কার করতে চায়। এর অর্থ এই নয় যে, আমরা সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছি।

Read More: আমাজনের গহীন জঙ্গলে রমরমিয়ে চলছে দেহব্যবসা!

বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর আশ্রয়কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন বাসিন্দাদের কাছ থেকে ফোন আসছে। লোকেরা জানতে চেয়েছিল আশ্রয়কেন্দ্রগুলো কোথায় আছে, তাদের জায়গা কোথায়, জনগণের আশ্রয়ের জন্য বাঙ্কার প্রস্তুত কি না। যদিও বেশিরভাগ সুইসদের ব্যক্তিগত আশ্রয়কেন্দ্র রয়েছে। তবে কিছু লোক বাঙ্কারের উপর নির্ভর করে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder