কুড়ি হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার কেন? কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের

- আপডেট : ২৩ জুন ২০২৩, শুক্রবার
- / 7
পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালত অবমাননা মামলা। প্রায় ২০ হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেন এত সংখ্যক মনোনয়ন প্রত্যাহার হল, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্য নির্বাচন কমিশন যে আদালতের নির্দেশ অমান্য করছে এই অভিযোগ আগেও তোলা হয়েছে। মূলত কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ ছিল। এবার মনোনয়ন প্রত্যাহারের বিষয় নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ল তারা।
হাইকোর্ট জানতে চেয়েছে ২০ হাজার ৫৮০ জন কেন মনোনয়ন প্রত্যাহার করলেন? একই সঙ্গে বাহিনী সংক্রান্ত নির্দেশের ৪৮ ঘণ্টা পরে তা আদতে কতটা মানা হয়েছে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছিল।
জানা গিয়েছে, ৩১৫ কোম্পানি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বাকি বাহিনীর জন্য ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট এল জানিয়েছে, -‘রাজ্য নির্বাচন কমিশন এখন পর্যন্ত আদালতের নির্দেশ ঠিকঠাক মানছে কিনা? তা জানিয়ে হলফনামা দিতে হবে,’।
আদালত মনে করছে , -‘ রাজ্য নির্বাচন কমিশনের যদি মনে হয় এই বাহিনীও যথেষ্ট নয় তাহলে তারা যেন আরও বাহিনী চাইতে দেরি না করে’।
হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ২৮ জুনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন পেয়েছে কিনা?