কঙ্গোয় ব্যাপক হারে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, অনিয়ন্ত্রিত যৌন মিলনের কথা বলছে হু

- আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, শনিবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য ও পশ্চিম আফ্রিকাতে বহুদিন ধরেই আতঙ্কের কারণ মাঙ্কিপক্স। মাঝে মাঝেই এই রোগ মহামারির আকার নেয়। তবে কয়েকটা অঞ্চলেই সীমিত ছিল এই রোগ। এবার কঙ্গোয় ব্যাপক হারে ছড়াচ্ছে মাঙ্কি পক্স। এর কারণ হিসেবে অনিয়ন্ত্রিত যৌন মিলনের কথা বলেছেন হু। এবারের মাঙ্কিপক্স ভয়ানক আকার নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
গত বছর এই মহামারির ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে ১০০টির বেশি দেশে ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। রোগের প্রধান শিকার সমকামী ও উভকামী পুরুষরা। বৃহস্পতিবার এই নিয়ে একটি বিবৃতি জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, বেলজিয়ামের এক বাসিন্দা মার্চে কঙ্গোয় যান। এর কিছু দিন পরেই তাঁর মাঙ্কিপক্স ধরা পড়ে। কঙ্গোয় তিনি সমকামে লিপ্ত হয়েছিলেন। সমকামী ও উভকামীদের একাধিক বারে গিয়েছিলেন তিনি। তাঁর মাঙ্কিপক্স হওয়ার পর আরও পাঁচজন পুরুষের একই রোগ ধরা পড়েছিল।
মাঙ্কিপক্সের কারণ হিসেবে সমকামী ও উভকামী পুরুষদের যৌনমিলনের কথা বারবার উঠে এসেছে। কিন্তু এই পর্যন্ত প্রত্যক্ষ প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশেষে কঙ্গোর এই ঘটনাকেই প্রত্যক্ষ প্রমাণ বলে মেনে নিচ্ছেন হু-এর বিশেষজ্ঞরা।