জনসম্মুখে অশালীন পোশাক পরায় স্ত্রীকে খুন, ঘটনায় গ্রেফতার স্বামী
ইমামা খাতুন
- আপডেট :
১৫ মার্চ ২০২৩, বুধবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: জনসম্মুখে অশালীন পোশাক পরায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বড়লা থানার অন্তর্গত গাজীপুর গ্রামে।
জনসম্মুখে ‘অশালীন’ পোশাক পরে ঘুরতেন স্ত্রী। আর তা নজর কাড়ত অন্য পুরুষদের। এ বিষয়ে স্ত্রীকে বহুবার সতর্ক করেছেন স্বামী। কিন্তু পোশাকে আসেনি কোনো পরিবর্তন। শেষমেষ রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার স্থানীয় এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অভিযুক্ত স্বামী মোহিত কুমার এবং তাঁর স্ত্রী স্বপ্না। কিন্তু স্ত্রী যে পোশাক পরেছিলেন, তা পছন্দ হয়নি স্বামীর। বারবার এ নিয়ে স্বপ্নাকে সতর্কও করে দেন মোহিত। কিন্তু তারপরেও স্ত্রী পোশাক বদল না করায়, শুরু হয় ঝগড়া। বচসা চলাকালীন রেগে গিয়ে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন করে সে। জনসমক্ষে এই ঘটনায় তৈরি হয় আতঙ্ক। স্থানীয়রা বিষয়টি জানায় থানায়। পুলিশ এসে অভিযুক্ত স্বামীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। মোহিত এবং স্বপ্নার সংসারে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। মোহিত প্রায়ই স্ত্রীর পোশাকের রুচি নিয়ে ঝগড়া করতেন। সোমবার (১৩ মার্চ) তাদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়।
রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি মোহিত। রেগে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্বপ্নার ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান স্বপ্না। পরে প্রতিবেশীরা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতবাক হয়ে যায়। এ সময় স্ত্রীর রক্তাক্ত মরদেহের পাশে বসে ছিলেন মোহিত। স্বপ্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত মোহিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে বলে খবর।