স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক! গোটা পরিবারকে শেষ করতে এলোপাথাড়ি গুলি বিজেপি নেতার

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 109
পুবের কলম, ওয়েবডেস্ক: নিজের স্ত্রী ও সন্তানদের গুলি করে খুন করল যোগী রাজ্যের এক বিজেপি নেতা। গুলিতে ইতিমধ্যে দুই সন্তানের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রীসহ ও আরেক সন্তান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে গাঙ্গোহ থানার সাঙ্গাথেদা গ্রামের যোগেশ রোহিলা নামে এক বিজেপি নেতা তাঁর স্ত্রী ও তিন সন্তানকে গুলি করে। তিনি বিজেপির কার্যনির্বাহী সদস্য।
আরও পড়ুন: মার্কিন মুলুকে ভারতীয় ব্যবসায়ী খুন, বাবা-মেয়েকে গুলিতে ঝাঁঝরা করল আততায়ী
গুলি চালানোর পর নিজেই পুলিশকে খবর দেন রোহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই খুনের অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের এসএসপি রোহিত সাজওয়ান জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, স্ত্রী কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িত ছিল বলে সন্দেহ করতেন যোগেশ। সম্ভবত সেই রাগেই এমন ঘটনা ঘটিয়েছেন ওই বিজেপি নেতা।” এদিকে প্রতিবেশীদের দাবি, “বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিল যোগেশ।”