BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

‘দেশবিরোধী’ মন্তব্য প্রত্যাহার করুন মোহন ভাগবতঃ মমতা

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদকঃ স্বাধীনতা দিবস নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের মন্তব্যের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে বললেন, এরা তো দেশের নামও ভুলিয়ে দেবে। এটা অন্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, মোহন ভাগবতের মন্তব্য শুধু ‘দেশবিরোধী’ই নয়, দেশবাসীর কাছে ‘অপমানজনক’।

মমতার দাবি, এধরনের মন্তব্য প্রত্যাহার করুন আরএসএস প্রধান মোহন ভাগবত। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে মোহন ভাগবত মন্তব্য করেন, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনটি প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালিত হওয়া উচিত। ওই দিনই প্রকৃত অর্থ স্বাধীনতা লাভ করেছে ভারত। সেভাবেই দিনটি পালন করা উচিত। এর আগে রাম মন্দির উদ্বোধনের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, দেশ এতদিনে পরাধীনতার শৃঙ্খলমুক্ত হল।

 

এরপর স্বাধীনতা দিবস নিয়ে আরএসএস প্রধানের একই সুরের মন্তব্যে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মোহন ভাগবতের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হল মমতা বলেন, যেহেতু এটা দেশের বিষয়, রাজনীতির বিষয় নয়, তাই নবান্ন থেকেই প্রতিক্রিয়া দেব। এর পরেই আক্রমণের সুরে মমতা বলেন, দেশবিরোধী মন্তব্য করেছেন মোহন ভাগবত। অবিলম্বে এই মন্তব্য প্রত্যহার করুন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলা একসময় ভারতের রাজনীতির পীঠস্থান ছিল। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। তারপর পাঞ্জাব এবং তারপর অন্যান্য রাজ্যের। ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ স্বাধীন হয়। সার্বভৌম দেশের প্রতিষ্ঠা হয়। আপনারা কী মনে করেন? যে কোনও দল বা সংগঠন চাইলেই দেশের ইতিহাস যখন ইচ্ছে পাল্টে দিতে পারে? এটা হয় না। স্বাধীনতা আমাদের গর্ব। আমাদের গণতন্ত্র আমাদের গর্ব।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder