জয়নগরে ট্রাকের সঙ্গে বাইক সংঘর্ষে মৃত মহিলা, আহত ১

- আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 7
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর থানার গোড়ের হাট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের আহত আরও এক। বুধবার সকালে জয়নগর থানার গোড়ের হাট এলাকায় পথ দুর্ঘটনার শিকার হন দুজন। এদের মধ্যে গৌরী হালদার নামে এক মহিলা বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পথে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল দশটা নাগাদ কুলতলি থেকে মোটর বাইকে ফেরার পথে জয়নগর থানার গোড়ের হাট এলাকায় একটি ট্রাকের তলায় পড়ে গুরুতর আহত হন মোটরবাইক চালক ও আরোহী। আহত হন অভিজিৎ সাহা ও গৌরী হালদার নামে দুজন। অভিজিৎ সাহার বাড়ি জয়নগর থানার জাঙ্গালিয়া সাহা পাড়া এলাকায় ও গৌরী হালদারের বাড়ি কুলতলির গোপালগঞ্জ এলাকায়।
স্থানীয় মানুষজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে দক্ষিণ বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি করান। এবং সেখানে অবস্থার অবনতি হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গৌরী হালদারের মৃত্যু ঘটে, তবে এদিন আহত অভিজিৎ সাহাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক গাড়িটি ও গাড়ির চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে