শিয়ালদহ ডিভিশনে কয়েকটি ট্রেনে বাড়ানো হল মহিলা কামরা

- আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলাদের জন্য খুশির খবর। ১ এপ্রিল থেকে শিয়ালদহ ডিভিশনের ট্রেনে আরও দু’টি মহিলা কামরা বাড়ানো হল। ১১৪টির মধ্যে ৩০টি ট্রেনে পরীক্ষামূলকভাবে মহিলাদের জন্য অতিরিক্ত দু’টি কামরা বরাদ্দ করা হয়েছে। মহিলা যাত্রীদের জন্য বিশেষ ট্রেন মাতৃভূমি লোকাল বর্তমানে চালু রয়েছে। এছাড়া সব লোকাল ট্রেনেও দু’টি করে মহিলা কামরা থাকে। তা দিয়েও সামলানো যাচ্ছিল না মহিলা যাত্রীদের ভিড়। অফিস ছুটির সময় বাদুরঝোলা হয়ে বাড়ি ফিরতে হয় মহিলা-সহ অন্য যাত্রীদের। মহিলা যাত্রীদের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। বাড়তি মহিলা যাত্রীদের কথা মাথায় রেখেই এবার শিয়ালদহ ডিভিশনে আরও দু’টি কামরা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শীর্ষ আদালতের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল, চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
শিয়ালদহ ডিভিশনে প্রতি দিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন। রুটিরুজির তাগিদে শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কলকাতায় আসেন। কলকাতা থেকেও বহু যাত্রী বিভিন্ন জায়গায় যায়। মহিলা যাত্রীদের সংখ্যা বর্তমানে নেহাত কম নয়। এবার মহিলাদের ট্রেনযাত্রা কিছুটা সুখকর করতে আরও কামরা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ‘লেডিজ স্পেশাল’ বা ‘মাতৃভূমি লোকাল’ চালু করেছিলেন। রেল কর্তৃপক্ষের মতে, মাতৃভূমির মতো ট্রেনে মহিলারা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন। কিন্তু সব লাইনে মাতৃভূমি ট্রেন চালানো সম্ভব নয়। তাই মহিলা যাত্রীদের একমাত্র ভরসা ট্রেনের দুই কামরা। অন্য কামরায় পুরুষদের সঙ্গে লড়াই করে ট্রেনে উঠতে হয়। ব্যস্ত সময়ে ওইভাবে যাতায়াত করা অনেকের কাছেই অস্বস্তিকর। মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার শিয়ালদহ ডিভিশন বাড়তি লেডিজ কামরা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ‘থ্রি ফেজ ইএমইউ’ রেকেই এই ব্যবস্থা চালু করা হবে। বর্তমানে ১২ কামরার লোকালে প্রথম এবং শেষ দিক থেকে দ্বিতীয় কামরাটি শুধুমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট থাকে। ১ এপ্রিল থেকে থ্রি ফেজ ইএমইউ রেকে ট্রেনের দু’প্রান্তের ভেন্ডর কামরার সঙ্গে লাগোয়া কামরাটি মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে।
শিয়ালদহ মেইন, উত্তর এবং দক্ষিণ এই তিন শাখা দিয়ে সারা দিনে প্রচুর যাত্রী চলাচল করে থাকেন। ভারতে ব্যস্ত স্টেশনগুলির মধ্যে শিয়ালদহ অন্যতম।কিন্তু অনেক ক্ষেত্রেই ট্রেনের সাধারণ কামরায় নিরাপত্তার অভাবে ভোগেন মহিলারা। অনেক সময়ে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ কামরায় ওঠাও মহিলাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই সব বিষয় মাথায় রেখেই ট্রেনে মহিলাদের জন্য অতিরিক্ত কামরার প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাবে সায় দিয়েছে রেল।