নারী শিক্ষাই প্রকৃত অর্থে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাবে: ইমরান

- আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 19

ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির দ্বারোদঘাটনের পর বক্তব্য রাখছেন পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান। রয়েছেন মুহাম্মদ নুরুদ্দিন, ড. নুরুল ইসলাম, জাকির হোসেন লস্কর, ফ্রন্টপেজ-এর কর্ণধার মুহাম্মদ কামরুজ্জামান। (ছবি-সন্দীপ সাহা)
রফিকুল হাসান: মুহাম্মদ সা.-এর পয়গাম প্রচারের প্রথম থেকেই ইসলামকে এগিয়ে নিয়ে যেতে মহিলাদেরই ভূমিকা ছিল অগ্রগণ্য। এ প্রসঙ্গে তিনি উম্মুল মুমিনীন খাদিজা রা., হযরত আয়েশা রা. এবং প্রথম শহীদ সুমাইয়া রা.-এর নাম উল্লেখ করেন। শুধু তাই নয়, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতেও মহিলাদের অবদান কম নয়। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রা:। তাই আজকের মেয়েদেরকে দ্বীন ও দুনিয়ার শিক্ষা অর্জনের জন্য মায়েদের অগ্রণী ভূমিকা গ্রহণের কথা স্মরণ করিয়ে দিলেন পুবের কলম পত্রিকার সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান।
সোমবার ফ্রন্টপেজ চাইল্ড অ্যাকাডেমি, ফ্রন্টপেজ পাবলিক স্কুলের কচিকাঁচাদের নাত, তারানা ও কবিতা পাঠের মধ্য দিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশে ফ্রন্টপেজ গার্লস একাডেমির উদ্বোধন করেন আহমদ হাসান ইমরান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নলহাটি কলেজের প্রিন্সপাল অধ্যাপক ড. নুরুল ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেন লস্কর, শিশু সাহিত্যিক মুহাম্মদ নুরউদ্দিন, ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান, ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, ফ্রন্টপেজ পাবলিক স্কুলের ফাদার কে. এল যোশ, মাওলানা আধুর রহিম, শিক্ষানুরাগী নাজমুল আরেফিনসহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সাবেক সাংসদ আহমদ হাসান ইমরানের হাত দিয়ে ফ্রন্টপেজ গার্লস একাডেমির জমিদাতাদের সংবর্ধনাও প্রদান করা হয়।
শুধু তাই নয়, উনবিংশ শতাব্দীতে বাংলায় বেগম রোকেয়া যে শিক্ষা আন্দোলন করেছিলেন তা আজকের ছাত্রীদের কাছে অনুপ্রেরণা বলে জানান ইমরান সাহেব। পাশাপাশি ফ্রন্টপেজ গার্লস একাডেমির রাস্তা ‘বেগম রোকেয়া সরণী’ নামকরণ করায় একাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান সাহেবকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আজকের আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতেও কামরুজ্জামান সাহেবের আন্দোলন ও সাপ্তাহিক কলম পত্রিকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নারী শিক্ষার দিকে গুরুত্ব দেওয়ায় তিনি কামরুজ্জামান সাহেবকে মোবারকবাদ জানান।
নলহাটি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. নুরুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, যারা ইসলামী শিক্ষার অনুসারী আজকে বিশ্বের একটা অংশ তাদেরকে অশিক্ষিত বলে দেগে দিচ্ছে! এই একবিংশ শতাব্দীতে এসে ভাবতে অবাক লাগে যে গোটা বিশ্বব্যাপী মুসলমানরা আজ পিছিয়ে পড়ে আছে। এ কথা আমরা শুধু বলছি না মার্কিন লেখক বার্নাড লুইস তাঁর এক গ্রন্থে একটা প্রাণবন্ত মুসলমান জাতি কিভাবে পিছিয়ে পড়েছে, তাঁর কথা তিনি তাঁর বইয়ে তুলে ধরেছেন। লুইস আরও বলেছেন, গোটা মুসলিম দুনিয়ায় মহিলারা শিক্ষাক্ষেত্র থেকে দূরে সরে যাওয়ায় এই করুণ দশা সৃষ্টি হয়েছে। তাই মহিলাদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে বলে অধ্যাপক নুরুল ইসলাম জানান। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেন লস্কর বলেন, জ্ঞান এবং শিক্ষার আলোকে একদম গ্রাম্যস্তরে পৌঁছে দিতে হবে। শুধু বুদ্ধি থাকলে মানুষের জীবনে সফলতা আসে না। পড়ুয়াদের মধ্যে মেধার ও সুশিক্ষার বিকাশ ঘটাতে হবে। পড়াশোনার জন্য পড়ুয়াদের একাগ্রতা সৃষ্টি করতে বাবা-মায়ের অগ্রণী ভূমিকা পালন করার পরামর্শ দেন তিনি। এর জন্য অভিভাবকদের আরও সচেতন থাকতে হবে বলে তিনি বলেন।
বিশিষ্ট সমাজকর্মী ও বুদ্ধিজীবী মুহাম্মদ নুরুদ্দিন সাহেব আফশোষের সঙ্গে জানান, আজকে শিক্ষিত লোকেরাই সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এর যুক্তি হিসেবে তিনি বলেন, দ্বীনের শিক্ষা না থাকার জন্য, আল্লাহর ভয় না করার জন্য আজকে সমাজে এই সমস্ত দুর্নীতির ব্যাধি দেখা দিচ্ছে। এর থেকে একমাত্র মুক্তির পথ হিসাবে নতুন প্রজন্মের পড়ুয়াদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
ফ্রন্টপেজ গার্লস একাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান সাহেব উদ্বোধনী ভাষণে বলেন, ২ জানুয়ারি থেকে গুটি গুটি পায়ে আমাদের ঘরের মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ফ্রন্টপেজ গার্লস একাডেমির পথচলা শুরু হল। আগামী রবিবার ছাত্রীরা ক্যাম্পাসে আসতে শুরু করবে আর সোমবার ৯ জানুয়ারি থেকে পঠন-পাঠন শুরু হবে বলে তিনি জানান। এদিন মাওলানা লুৎফর রহমান সাহেবের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।