বিশ্ব বক্সিং থেকে ৬টি পদক ভারতের

- আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
- / 7
পুবের কলম প্রতিবেদক: বিশ্ব বক্সিং কাপ চ্যাম্পিয়নশিপে দারুণ ফল করলেন ভারতীয় বক্সাররা। প্রথমবার বক্সিংয়ের এই আসর থেকে মোট ৬টি পদক নিয়ে ফিরছেন ভারতীয় প্রতিযোগীরা। যার মধ্যে একটি সোনাও রয়েছে। দেশের প্রথম বক্সার হিসেবে বিশ্ব বক্সিং কাপ থেকে সোনা নিয়ে ফিরছেন হিমেশ। ৭০ কেজি বিভাগে তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের ওডেল কামারা চোট পেয়ে আর মাঠেই নামতে পারলেন না। এই বিভাগ থেকে সোনা পেলেন হিমেশ। ৬৫ কেজি বিভাগে রুপো পেলেন অবিনাশ জামওয়াল। এছাড়াও যারা এই বক্সিং প্রতিযোগিতা থেকে পদক আনলেন, তাঁরা হলেন, ‘জাদুমনি সিং মানডেংবাম, মণীশ রাঠোড়, শচীন ও বিশাল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেসেল অলিম্পিকে বক্সিংকে ফের অনুমতি দেওয়া হয়েছে। তার আগে ভারতীয় বক্সারদের এই পারফরম্যান্স নিশ্চিতভাবেই ফেডারেশনকে দুশ্চিন্তামুক্ত রাখবে।